প্রযুক্তি

মার্সিডিজ–বেঞ্জসংগৃহীত

বাজারে নতুন ৫ গাড়ি

মার্সিডিজ–বেঞ্জ গাড়িটিতে একটি শক্তিশালী ৪৮৪ কিলোওয়াট (বা ৬৫৮ হর্সপাওয়ার) ইঞ্জিন রয়েছে, যা একবার চার্জে ৫৫৯ থেকে ৬১১ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর আরামদায়ক মাল্টিকন্ট্যুর রিয়ার সিটগুলোয় ম্যাসাজ সুবিধা, পাওয়ার সিট ও মেমোরি ফাংশন আছে। গাড়ির ভেতরের প্রযুক্তির মধ্যে এমবিইউএক্স অগমেন্টেড রিয়েলিটি হেড–আপ ডিসপ্লে, টাচ কন্ট্রোল বাটনসহ স্টিয়ারিং হুইল ও পেছনের যাত্রীদের জন্য এমবিইউএক্স ট্যাবলেট ও ভাঁজ করা টেবিল অন্যতম। এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে রেফ্রিজারেটর বক্স, তাপমাত্রা নিয়ন্ত্রিত কাপ হোল্ডার ও কমফোর্ট ডোরের মতো আধুনিক ও আরামদায়ক সুবিধাগুলো এতে যুক্ত করা হয়েছে।
২৮ আগস্ট, ২০২৫
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2025