
পিসিওএসের চিকিৎসায় চাই জীবনাচরণে কিছু পরিবর্তন
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) একটি বহুল পরিচিত হরমোনজনিত সমস্যা। প্রজননক্ষম নারীদের ৬ থেকে ১০ শতাংশ এ সমস্যায় ভুগে থাকেন। এ রোগের মূল বৈশিষ্ট্য হলো অনিয়মিত ঋতুচক্র, ডিম্বস্ফোটনে সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিম্বাশয়ে একাধিক সিস্ট তৈরি হওয়া ইত্যাদি।২ সেপ্টেম্বর, ২০২৫