প্রকাশ: ১ জুলাই, ২০২৫

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার, যিনি আরজে কিবরিয়া নামে পরিচিত, তাঁর ফেসবুক টাইমলাইনে একটি আবেগঘন ও দেশপ্রেমময় মন্তব্য করে অনুরাগীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন। সেখানে তিনি জুলাই মাসকে বাংলার শ্রেষ্ঠ অর্জনের সাক্ষী হিসেবে বর্ণনা করেছেন এবং দেশ ও জাতি নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি লিখেছেন, "জুলাই আমার সচক্ষে দেখা বাংলার সেরা অর্জন। আমি যতবার এ জাতিকে নিয়ে, এ দেশকে নিয়ে হতাশ হবো, ততবারই জুলাইয়ের কথা ভাববো।" তাঁর এই কথাগুলোতে ফুটে উঠেছে জাতির প্রতি গভীর ভালোবাসা এবং নিরাশার মাঝেও আশার আলো খোঁজার এক মানবিক প্রচেষ্টা।
আরজে কিবরিয়া আরও বলেন, “জুলাই আমার উৎসাহ, অনুপ্রেরণা। আমাদের সন্তানেরা, অনুজরা এ দেশকে এগিয়ে নেবে। নিবেই নিবে ইনশা আল্লাহ।” এই বক্তব্যে তিনি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং দেশের অগ্রগতির পথে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
আরও পড়ুন