মিত্রদের যথাযথ মূল্যায়নের আশ্বাস তারেক রহমানের
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুটি জোটসহ মোট ১৮ দলটি দলের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (৮ আগস্ট) প্রথম দিনে যুগপতের শরিক ২৪টি দলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ নিয়ে দুই দিনে মোট ৪২টি দলের নেতাদের সঙ্গে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শনিবার প্রথমে জন অধিকার, বাংলাদেশ পিপলস পার্টি, ন্যাপ ভাসানী এবং চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর পর্যায়ক্রমে আমজনতার দল ও গণফোরাম; এনডিএম; গণঅধিকার পরিষদ; বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং সবশেষ ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক সূত্রে জানা গেছে, এসব বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে অবদানের জন্য দলগুলোর নেতাদের ধন্যবাদ জানান তারেক রহমান। একই সঙ্গে মিত্রদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, জোটকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন এবং সরকার গঠন করা হবে।
জোটের ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো সেই ষড়যন্ত্রও ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে। এ ব্যাপারে আপনারা আপনাদের অবস্থান থেকে সজাগ থাকবেন।
বৈঠকে জোটের নেতারা জোটবদ্ধ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আন্দোলনেও আমরা বিএনপির সঙ্গে ছিলাম, আগামী দিনগুলোতেও আমরা একসঙ্গে থাকব। তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের যে ক্যাম্পেইন চলছে, সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।
এর আগে বৈঠকে সূচনা বক্তব্যে জোট নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, আমরা একসাথে রাজপথে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে পতন করতে পেরেছি। আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি; কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকবে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে, যেন আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশকে ৩১ দফার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে পারি।
বৈঠকে গণতন্ত্র মঞ্চের পক্ষে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, আব্দুল কাদের, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, হাসনাত কাইয়ূম; গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষে হারুন চৌধুরী, আবুল কালাম আজাদ, ডা. শামসুল আলম, হারুন আল রশীদ; বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও আব্দুল মতিন সাউদ; এনডিএমের ববি হাজ্জাজ; গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, রাশেদ খান, ফারুক হাসান; গণফোরামের সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম দিন শুক্রবারে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপিসহ ২৪টি দলের সাথে একত্রে বৈঠক করেন তারেক রহমান। সেখানেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকায় নেতাদের ধন্যবাদ জানিয়ে জোটকে সঙ্গে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন