Advertisement

উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’ তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব না: নুর

জাগোনিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১ জুলাই, ২০২৫

উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’ তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব না: নুর
উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’ তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব না: নুর

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, আবু সাঈদের (জুলাই শহীদ) বাবা একটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন, তারা রাষ্ট্রীয় সহযোগিতা পাননি। কেন এখনো তাদের এই আক্ষেপ থাকবে—এর দায় সরকারের। ঐকমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর। এক্ষেত্রে প্রয়োজনে গণভোটের আয়োজন করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮-২০২৪)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা তো কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয়, এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।

এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলেছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণঅধিকার পরিষদ আপস করবে না। অনেকেই আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছে।

গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, আমরা স্পষ্ট বলছি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর ১৪ দলের প্রশ্নে আমরা কোনো আপস করবো না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকেই ছাড় দেওয়া হবে না।

‘আমরা শুরু থেকেই বলছিলাম জাতীয় সরকার গঠন করতে। জাতীয় সরকার না হওয়ায় আজকে এ পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোনো কোনো দল ভাবছে তারা ক্ষমতায় চলে আসছে’- যোগ করেন নুর।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ, হাবিবুর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন, উত্তরের সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

Lading . . .