স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার সুযোগ দেওয়া হবে না: ড. ইকবাল
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, সোনারগাঁয়ে কোনো নাগরিকের উপর অন্যায়ভাবে জুলুম ও অত্যাচার করা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেওয়া হবে না। আপনার ভোট আপনি দিবেন। সৎ ও যোগ্য ব্যক্তি দেখে আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে ভোট দিবেন। সোনারগাঁয়ের কোনো নাগরিকের ভোটাধিকার যারা কেড়ে নিতে চাইবে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, কেউ যদি দশজনের ভোট একজনে দেওয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিণত করা হবে। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোনো সুযোগ দেওয়া হবে না।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আটবাড়ি আলমদী ও বটেরপাড়া এলাকায় নির্বাচনি প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ডা. আবু বক্কর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা, বারদী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহিম মিয়া আদেল, জামায়াত নেতা আব্দুল মতিন, হাফেজ কামাল হোসাইন, হাফেজ হুমায়ুন কবির, মো. শামীম, সাংবাদিক জয়নাল আবেদীন, রবিউল আউয়ালসহ সদস্যরা।
ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া আরও বলেন, আমাদের কোনো আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ‘হে ইমানদারগণ আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। যে ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনে ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান’। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি তারা জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেওয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব নয়। এবারের সংসদ নির্বাচন ঈমান ও ইসলামের সঙ্গে জড়িত।
আরও পড়ুন