Advertisement

সত্যকে দাবিয়ে রাখা যায় না

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১ জুলাই, ২০২৫

24obnd

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াত ইাসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানা শাখার উদ্যগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। সিদ্ধিরগঞ্জ উত্তর থানা শাখার আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটাীিইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন. সহকারী সেক্রেটারী মোহাম্মদ জামাল হোসাইন. সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও কাউনসিলর পদ পার্থী মোহাম্মদ আব্দুল খালেক, ছৈয়দ ইয়াছিন, নাছির উল্লাহ প্রধান, সঞ্চালক কামরুল ইসলাম রিপন।

সমাবেশে অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের আপনাদের কাছে কোন কাজ নিয়ে আসতে দেয়নি, কথা বলতে দেয়নি। আমাদেরকে কথিত রাজাকার বলে জুলুম নির্যাতনের মাধ্যমে হত্যা গুম এমনকি আয়নাঘরের মত অন্ধকার কুঠিরে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে। কিন্তু মানুষ এখন সব বুঝতে পারছে যে আমাদেরকে এতদিন যে অপবাদ দেওয়া হয়েছে তা সব মিথ্যা ও বানোয়াট। সমাজের মানুষেরে কাছে এটি এখন পরিষ্কার যে যত অন্যায় অবিচারের অপবাদ আমাদের দেওয়া হতো এগুলোর সাথে জামায়াত কোনভাবেই জরিত ছিলো না। শুধু মিথ্যা অভিযোগ দিয়ে যুগের পর যুগ বছরের পর বছর এই নিরাপরাধ মানুষগুলোকে জেলের অন্ধকার কুঠরিতে আবদ্ধ করে রেখেছিলো। আপনারা জানেন শুধু আমাদের এই অগ্রযাত্রাকে স্থমিত করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের এক এক করে এগারো জন নেত্রীবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বাকিদের কে অন্ধকার জেলের কুঠিরে তিলে তিলে কষ্টদিয়ে নির্মম ভাবে হত্যা করে আমাদের এ অগ্রযাত্রকে থামিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আল্লাহ তায়ালার বক্তব্য হলো “ যা আল হাক ওযাহাকাল বাতিল” সত্য প্রতিষ্ঠিত আর মিথ্যা নিশ্চিতভাবে বিতারিত। আজকে বাংলাদেশে ৫৩ বছর পরে হলেও নতুন করে বাংলাদেশের মানুষ এটি বুঝতে সমর্থ হয়েছে মিথ্যা কোন জিনিস দিয়ে সত্যকে কোন ভাবেই দাবিয়ে রাখা যায় না। সেই যায়গা থেকে আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই, অতিতে বহু সরকার দেখেছেন। কিন্তু ইসলামী দলের সরকার দেখেন নাই। একবার ইসলামী দলকে সুজোক দিয়ে দেখেন তারা এই দেশ ও দেশের মানুষে অধিকার আদায়ে কাজ করে কিনা। তবে ইতিহাস বলে পৃথিবীর যে স্থানেই ইসলামী রাষ্ট্র কায়েম হেয়েছে সেখানেই ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশের সভাপতি মাওলানা মোস্তফা কামাল বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা যোগ্য ও সৎ লোককে সংসদে পাঠিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমে এবং মানুষের অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা রাখবো ইনসাআল্লাহ।

আরও পড়ুন

Lading . . .