Advertisement
  • হোম
  • রাজনীতি
  • ডাকসুতে শিবিরের জয়ের রহস্য ফাঁস করলেন এনডিএম নেতা...

ডাকসুতে শিবিরের জয়ের রহস্য ফাঁস করলেন এনডিএম নেতা পারভেজ

ভোরের কাগজ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এনডিএম নেতা পারভেজ খান। ছবি : ভোরের কাগজ
এনডিএম নেতা পারভেজ খান। ছবি : ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ডাকসু নির্বাচনে শিবিরের জয় নিয়ে মুখ খুলেছেন এনডিএম নেতা পারভেজ খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিবির কি আসলেই জিতেছে? আমি স্পষ্টভাবে বলি, শিবির জায়ী হয়নি। শিবিরের পক্ষে ভোট দেয়া ১৪ হাজার শিক্ষার্থী মোটশক্তিতে শিবিরকে দেওয়া নয়।

পারভেজ খান ব্যাখ্যা করেন, এনডিএম ছাত্র সংগঠন “জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন”-এর মূল বিশ্বাস এবং আদর্শ হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ হাজার ভোট যে শিবির পেয়েছে, তা শিবিরের আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের নয়, বরং সাধারণ ছাত্রদের ভোট।

তিনি আরো উল্লেখ করেন, শিবিরের মূল আদর্শ হলো জামায়াত ইসলামী। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে ছাত্র সংগঠনের প্রভাবশীল ও সক্রিয় কর্মকাণ্ডের কারণে, শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা ও কার্যকারিতা দেখার কারণে।

পারভেজ খান বলেন, আমরা আমাদের চেয়ারম্যান ববি হাজ্জাজের আদর্শের ওপর বিশ্বাসী এবং সেই আদর্শ অনুযায়ী কাজ করি। শিবিরের জয় মূলত তাদের পরিচিতি বা জনপ্রিয়তার কারণে, আদর্শের কারণে নয়।

Lading . . .