Advertisement

উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রমে বিএনপির মোস্তফা জামান

কালবেলা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

খাল পরিষ্কার কার্যক্রম মো. মোস্তফা জামানসহ উত্তরখানের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত
খাল পরিষ্কার কার্যক্রম মো. মোস্তফা জামানসহ উত্তরখানের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরখান এলাকায় নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উত্তরখান থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নেতাকর্মীদের নিয়ে মোস্তফা জামান খাল পরিষ্কার কর্মসূচিতে নামেন। আগামী সাত দিনের মধ্যে তিনটি ওয়ার্ডে এই খাল পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি। বলেন, এই খাল ঠিকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা- দলের সিনিয়র নেতারা তা পর্যবেক্ষণ করবেন।

খাল পরিষ্কারের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আহসান হাবীব মোল্লা, উত্তরখান থানা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, রফিকুল ইসলাম মূলক, মজিবুর রহমান, রশিদ ভূঁইয়া, রবিউল হক বাবু, নুরুজ্জামান নূরু, থানা সদস্য হিরন পারভেজ, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিম হাওলাদার মারজান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাছেদ, সাধারণ সম্পাদক মেহেদী খাঁন দুলাল, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমুখ।

Lading . . .