Advertisement

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ জুলাই, ২০২৫

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়া
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে অস্ট্রেলিয়া আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী ও উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, শিক্ষা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি থাকেন। সেখানে দুই দেশের কিছু সমস্যা আছে, সেই বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা উঠে এসেছে আলোচনায়।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে প্রস্তুতির কথা আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। নির্বাচন কমিশনে বড় ধরনের একটা সহায়তা তারা সবসময় করে থাকে। এরইমধ্যে তারা সেটা করছে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়, এজন্য তাদের সহায়তা থাকবে।

আমীর খসরু বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে বিগত ৩-৪টা নির্বাচনে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা মনে করছে আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি খুবই ভালো হবে। সব শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিতে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। এটা অনেক আগে থেকেই। বাংলাদেশে সবসময়ই সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। এবারও তাই হয়েছে।

Lading . . .