নীলফামারীর শ্রমিক হতাহত এবং সুদানে ভয়াবহ ভূমিধস, জামায়াতের উদ্বেগ
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো অত্যন্ত অনুচিত। আমি নিহত হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি নিহত হাবিবুর রহমানের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, অবিলম্বে নিহত শ্রমিকের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং বন্ধ কারখানা চালু করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের আহ্বান জানাচ্ছি।
অপরদিকে সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দলটি। সেক্রেটারি জেনারেল এক শোক বিবৃতিতে বলেন, গত ৩১ আগস্ট সুদানে এত বিপুল সংখ্যক নিরীহ মানুষের প্রাণহানি গোটা মানবজাতির জন্য এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। নারী-পুরুষ ও শিশুসহ অসংখ্য মানুষের প্রাণহানি এবং একটি সম্পূর্ণ গ্রাম মাটির নিচে চাপা পড়া নিঃসন্দেহে মর্মান্তিক ও দুঃখজনক।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি সুদানের ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সহমর্মিতা ও গভীরতম শোক প্রকাশ করছি। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও নিরাপদ পুনর্বাসনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।
জেইউ/এমজে