প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতাদেশ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে চেয়েছিলেন উমামা।
তবে সম্মেলনের শুরুতেই উমামা ফাতেমা নির্ধারিত আসনে বসার সঙ্গে সঙ্গেই উপস্থিত মোবাইল সাংবাদিকরা একে একে তাদের বুম সরিয়ে নেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জানা গেছে, গত ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে উমামা ফাতেমা কর্তৃক মাল্টিমিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে করা মন্তব্যকে হেয় প্রতিপন্নকারী ও অপমানজনক হিসেবে আখ্যা দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। একই সঙ্গে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে তার কার্যক্রম বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিল সংগঠনটি।
এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, ডিজিটাল মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ করে উমামা যে মন্তব্য করেছেন, তা মেনে নেওয়ার মতো নয়। আমরা আশা করেছিলাম তিনি অনুতপ্ত হবেন, কিন্তু তার বক্তব্যে কোনো দায় স্বীকার বা দুঃখপ্রকাশ আমরা পাইনি। তাই বয়কটের সিদ্ধান্ত বহাল আছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআরএ সাধারণ সম্পাদক বলেন জুলাইয়ের আন্দোলনে আমরা তাকে নেত্রী হিসেবে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু সম্মান আদায়ের আগে সম্মান দেওয়াটাই শিষ্টাচার। মোবাইল সাংবাদিকদের উদ্দেশে তার কটূক্তির জন্য তিনি এখনও দুঃখপ্রকাশ করেননি, বরং বিষয়টিকে এড়িয়ে গেছেন।
আরও পড়ুন