Advertisement

শাহবাগে বিএনপি নেতা ফজলুর ছবিতে জুতাপেটা

বাংলাদেশ বুলেটিন

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

24obnd

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য আমাদের গণঅভ্যুত্থান এবং আন্দোলনের নেতৃত্বের প্রতি এক বড় ধরনের অবমাননা হিসেবে আমরা দেখছি। তাঁর বক্তব্যে সংগঠকদের ‘রাজাকার’ ও ‘কালো শক্তি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা পুরো আন্দোলনের নৈতিকতা ও স্বার্থকে আঘাত করেছে। তাই আমরা জনগণকে সচেতন করার এবং রাজনৈতিক অবিচারের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান প্রদর্শনের উদ্দেশ্যে তার কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপের কর্মসূচি গ্রহণ করেছি। এটি শুধুমাত্র প্রতিবাদ নয়, একই সঙ্গে একটি বার্তা যে আমরা ন্যায় ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবসময় সক্রিয় থাকব।

তারা আরও বলেন, ফজলুর রহমান জনগণের এটেনশন পাওয়ার জন্য মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। বেগম খালেদা জিয়ারের ব্যক্তির যদি এমন রাজনৈতিক উপদেষ্টা থাকে, তাহলে দল কিভাবে চলবে। এটা আমাদের দেশের জন্য লজ্জাজনক, বিএনপির জন্য লজ্জাজনক।

তারেক রহমানকে ইঙ্গিত দিয়ে তারা বলেন, এমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির যদি চিকিৎসা আপনি না করতে পারেন, আমাদের জানান আমরা তার চিকিৎসার ব্যবস্থা করব। আপনি যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি বিদেশ থেকে কিভাবে দেশ পরিচালনা করবেন। এরা ৭১ ও ২৪-কে সংঘর্ষমূলকভাবে বিতর্কিত করছে। এর দায় আপনাকে নিতে হবে।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে। বাগছাস জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর মন্তব্য ও নেতৃত্বকে ‘রাজাকার’ সম্বোধনের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এক টকশোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তিনি বলেন, সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা— আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।

টকশোতে ফজলুর রহমান আরও বলেন, মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে যেকোনোভাবে প্রভাবিত করেছে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।

আরও পড়ুন

Lading . . .