
তাঁতী দল নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী থানায়
রাজশাহীর বাগমারায় চাঁদা না পেয়ে নবাব হোসেন হোসেন বাচ্চু (৩২) নামে তাঁতী দলের এক নেতা নারায়ণ ভবানী (৫৭) নামে এক ব্যক্তিকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত নারায়ণ ভবানীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর তাঁতী দলের নেতা বাচ্চুকে গ্রেফতারের দাবিতে থানায় অবস্থান নেন এলাকাবাসী। পরে জড়িত ব্যক্তিকে পুলিশ গ্রেফতারের আশ্বাস দিলে তারা থানা ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।১৭ সেপ্টেম্বর, ২০২৫