Advertisement

১২ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

কালবেলা

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় উদ্ধারকাজ শেষে ১২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে আটকে পড়া ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন ছেড়ে যায়।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটির ৫টি বগি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়।

পরে রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রাতভর উদ্ধার কাজ ভোর পৌনে ৬টার দিকে রহনপুর রাজশাহী রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Lading . . .