কোরবানির ঈদের তিন দিনে স্ত্রী সহবাস নিয়ে ইসলাম কী বলে?
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

কোরবানির ঈদের সময় স্ত্রী সহবাস বিষয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ ধারণা করেন, ঈদের দিন ও পরবর্তী দুই দিনে স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। কিন্তু ইসলামী শরিয়তের দৃষ্টিতে এই ধারণা সঠিক নয়।
ঈদের দিনে স্ত্রী সহবাসের বিধান
ইসলামী বিধান অনুযায়ী, ঈদের রাত ও দিনসহ বছরের যেকোনো সময়ে স্ত্রী সহবাস বৈধ, যতক্ষণ তা শরিয়তের অন্য কোনো নিষিদ্ধ অবস্থার সঙ্গে সম্পর্কিত না হয়। শুধু রমজান মাসে দিনের বেলায় রোজা অবস্থায় স্ত্রী সহবাস হারাম। এছাড়া আরও তিনটি অবস্থায় সহবাস নিষিদ্ধ, তা হলো—

কোরবানির আগে চুল-নখ কাটা যাবে?
গর্ভপাতের ক্ষেত্রে যদি ভ্রূণের অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়ে থাকে এবং রক্তস্রাব হয়, তা নিফাস হিসেবে ধরা হয়। চল্লিশ দিনের বেশি রক্তস্রাব হলে নির্দিষ্ট অভ্যাস অনুযায়ী প্রথম অংশ নিফাস এবং পরবর্তী অংশ ‘ইস্তিহাজা’ (অসুস্থতা জনিত রক্তস্রাব) হিসেবে বিবেচিত হয়।
সার্বিকভাবে বলা যায়, কোরবানির ঈদের সময় স্ত্রী সহবাস সম্পূর্ণ বৈধ, যদি তা শরিয়তের নিষিদ্ধ সময়ের মধ্যে না পড়ে। যারা বলে থাকেন ঈদের তিনদিন স্ত্রী সহবাস হারাম, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ইসলামী বিধান অনুযায়ী, এ সময় স্ত্রী সহবাসে কোনো বাধা নেই।
ইএইচ