Advertisement

ছত্রাকের মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ!

যুগান্তর

প্রকাশ: ৬ জুলাই, ২০২৫

24obnd

রোবট নিয়ন্ত্রণের নতুন পন্থা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাইসেলিয়াম ব্যবহার করে দুটি রোবট পরিচালনা করেছেন তারা।

মাইসেলিয়াম ছত্রাকের একটি নেটওয়ার্ক, যা মাশরুমের শিকড়ের সঙ্গে যুক্ত থাকে।

নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি ও ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সের একদল গবেষক নতুন জোড়া রোবট তৈরি করেছেন। সেগুলোর একটি তারামাছের মতো। অন্যটি চাকার ওপর বসানো।

মাইসেলিয়ামকে তড়িৎ অণুতে রূপান্তর করার মধ্য দিয়ে ওই দুই রোবট নিয়ন্ত্রণ করেছেন বিজ্ঞানীরা।সূত্র: স্কাই নিউজ

আরও পড়ুন

Lading . . .