মাটির জিনিসের শৌখিন হলে ঢাকার যেখানে যাবেন
জাগোনিউজ টোয়েন্টিফোর
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫

বিকেলের ম্লান আলোয় দোয়েল চত্বর। চারপাশে ব্যস্ত মানুষের ভিড়, তবু আলাদা করে চোখে পড়ে রঙিন একঘর পসরা। সারি সারি সাজানো কলসি, হাঁড়ি, ফুলদানি, শো-পিস, কাপে-গ্লাসে ঢাকা দেওয়া লালচে আভা। মাটির গন্ধ মিশে আছে বাতাসে।
শহরের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে যায় এখানে। মাটির এই সামগ্রীর দোকানগুলো শুধু বাজার নয়, এ যেন আমাদের শেকড়ের টানকে অনুভব করার এক ছোট্ট আয়োজন।
ঢাকার প্রাণকেন্দ্রে দোয়েল চত্বরে টানা ২৮ বছর ধরে ব্যবসা করছেন ইব্রাহিম বাবুল। তিনি বলেন, এটা মূলত পাল সম্প্রদায়ের ব্যবসা। ১৯৮৫–৮৬ সালের দিকে পালরা এখানে আসেন। তাদের দেখে অন্যরাও এই ব্যবসায় নামেন। অনেকে মারা গেছেন, কেউ আবার পেশা বদলে অন্যত্র চলে গেছেন। তবে তাদের কিছু বংশধর এখনো আছে। মানুষ চলে যাবে, কিন্তু যুগ যুগ ধরে এই ব্যবসা টিকে থাকবে।
