প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

আইসিসির পূর্ণ সদস্য হিসেবে ২৫ বছর পার করে দিলেও অস্ট্রেলিয়ায় খুব বেশি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে জাতীয় দলের সুযোগ না হলেও টানা দ্বিতীয় বছরে দেশটিতে খেলতে যাচ্ছেন জাতীয় দলের আশেপাশে খেলা ক্রিকেটাররা। গত বছরের পর এবারও টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের দল। গতবার বাংলাদেশ হাইপারফরম্যান্স দল রানার্সআপ হলেও এবার খেলতে যাচ্ছে 'এ' দল।
সাত দলের টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ 'এ' দল খেলবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে। দুই ধাপে বৃহস্পতিবার ও পরশু দেশ ছাড়বে দল। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন অধিনায়ক সোহান।
কিন্তু সোহান সোজাসাপ্টা জানিয়ে দিলেন, আর দল শিখতে নয়, কাপ জেতার জন্যই যাচ্ছে। সোহানের ভাষায়, শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব, এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।
টি-টোয়েন্টি সিরিজের পর আছে একটি চার দিনের ম্যাচ। আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে জাতীয় দল। তারই প্রস্তুতি হিসেবে এই চারদিনের ম্যাচটি খেলবে 'এ' দল। আগামী ২৮ আগস্ট মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা ম্যাচটির স্কোয়াডে আছেন নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো টেস্ট স্কোয়াডের পরিচিত মুখ।
সোহান বলেন, সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যারাই খেলবেন, এটা তাদের জন্য বড় সুযোগ।
জেএইচআর