Advertisement
  • হোম
  • খেলা
  • বার্সেলোনা-মায়োর্কা ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে ...

বার্সেলোনা-মায়োর্কা ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে যা বললেন রিয়াল কোচ

ডেইলি স্টার

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

ছবি: রিয়াল মাদ্রিদ
ছবি: রিয়াল মাদ্রিদ

লা লিগায় বার্সেলোনা ও মায়োর্কার ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি। সেটা নিয়ে প্রশ্ন করা হলে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বিস্তারিত কিছু বলতে চাননি। তবে মায়োর্কার কোচ হাগোবা আরাসাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত।

গত শনিবার রাতে মায়োর্কার মাঠে ৩-০ গোলে জিতে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সা। তবে ঘটনাবহুল ম্যাচটি এড়াতে পারেনি বিতর্কের ঝাঁজ। প্রথমার্ধেই নয় জনের দলে পরিণত হয় মায়োর্কা। ৩৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মানু মোরলানেস ও ৩৯তম মিনিটে ভিএআরের কারণে সরাসরি লাল কার্ড দেখে ভেদাত মুরিকিকে মাঠ ছাড়তে হয়।

এর আগে ২৩তম মিনিটে ঘটে সবচেয়ে বিতর্কিত ঘটনাটি। লামিনে ইয়ামালের জোরাল শট মাথায় লাগায় ডি-বক্সের ভেতরে মাটিতে পড়ে যান মায়োর্কার অধিনায়ক আন্তোনিও রাইয়ো। কিন্তু রেফারি মুনুয়েরা মন্তেরো খেলা থামানোর কোনো নির্দেশ দেননি। কিছুটা দ্বিধায় থাকা স্বাগতিক দল বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয়। এরপর ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন ফেরান তরেস। তাতে লিড পেয়ে যায় বার্সেলোনা।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আরাসাতে। খেলা বন্ধ না করা নিয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, আমরা সবাই এটা দেখেছি। গত সপ্তাহে আমাদের বলা হয়েছিল, যদি কোনো খেলোয়াড়ের মাথায় আঘাত লাগে, খেলা বন্ধ করা হবে।'

তিনি যোগ করেন, 'ফোর্থ অফিসিয়াল তাকে (রেফারি) খেলা থামানোর নির্দেশ দিয়েছিলেন, কারণ এটা মাথায় আঘাত ছিল। তিনি বাঁশি মুখেও দেন, আমরা সবাই ভেবেছিলাম যে, তিনি সেটায় ফুঁ দিয়েছেন। তবে সবাইকে চমকে দিয়ে এরপর তিনি গোলের সিদ্ধান্ত দেন। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না।'

লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচ ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত একটায় শুরু হবে খেলা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, 'আমার মনে হয় না অন্য খেলায় যা হয়েছে তা নিয়ে মন্তব্য করা আমার দায়িত্ব। আমি আরাসাতে কী বলেছেন তা শুনেছি এবং মনে করি, তিনি বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।'

রিয়ালের কোচ হিসেবে লা লিগায় অভিষেক হতে যাওয়া নিয়ে তার ভাষ্য, 'আমরা সবাই তীব্র উচ্ছ্বাস নিয়ে নতুন মৌসুমে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের প্রত্যাশাও খুব উঁচুতে। (গত কিছুদিনের বিরতির পর) আমরা ক্ষুধা নিয়ে নতুন মৌসুম শুরু করতে চাই।'

Lading . . .