প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে আবারও শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টি আসর। আজ (শনিবার) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনে উন্মোচিত হলো এবারের আসরের ঝকঝকে ট্রফি। আগামীকাল (রোববার) থেকেই শুরু হচ্ছে টুর্নামেন্টের মূল লড়াই।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার বিভাগীয় অধিনায়ক—সিলেটের জাকির হাসান, ঢাকার মহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুরের আকবর আলি।
উদ্বোধনী দিনেই থাকছে ডাবল হেডার। রাজশাহীর নিজস্ব মাঠ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও ঢাকা মেট্রো। অপরদিকে বগুড়ার শহীদ চন্দু স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেট।
২০১৪ সালে প্রথমবার মাঠে গড়ায় এনসিএল টি–টোয়েন্টি। এরপর দীর্ঘ ১০ বছর পর গত বছর দ্বিতীয়বারের মতো ফের মাঠে গড়ায় এই লিগ, যা হয়েছিল সিলেটে একটি মাত্র মাঠে। তবে এবার আয়োজন আরও বড় আকারে, একসাথে তিন ভেন্যুতে। যদিও লিগ পর্বের সব খেলা অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়, আর শেষ পর্বের ম্যাচগুলো গড়াবে সিলেটে।
১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী ও বগুড়ায় প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। এরপর ২১ সেপ্টেম্বর থেকে আসর সরে যাবে সিলেটে, যেখানে আন্তর্জাতিক স্টেডিয়াম ও লাগোয়া আউটার স্টেডিয়ামে হবে সেমিফাইনাল ও ফাইনালসহ শেষ ধাপের লড়াই। এবার সেমিফাইনাল ও ফাইনাল হবে দিবা–রাত্রির ম্যাচ। ফাইনালের নির্ধারিত তারিখ ৪ অক্টোবর।
আরও পড়ুন