ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আজকের দিনে ফেসবুক শুধু যোগাযোগের প্ল্যাটফর্ম নয়, বরং অনেকের জন্য সম্পর্কের আয়না। পরিবারের সদস্য, স্কুল-কলেজের বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সবচেয়ে সহজ মাধ্যম এই ফেসবুক। তবে হঠাৎ করে যদি দেখেন, কেউ যেন উধাও! প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, পুরোনো মেসেজ উধাও, এমনকি ট্যাগও করতে পারছেন না—তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, ব্লক করে দিল নাকি?
বলা যায়, ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কি না, এটা বুঝতে পারাটা মাঝেমধ্যেই একধরনের ‘ডিটেকটিভি কাজ’ হয়ে দাঁড়ায়। কারণ, ফেসবুক নিজে থেকে কিন্তু কখনোই জানায় না যে কে কাকে ব্লক করেছে। ফলে, আপনাকে খুঁজে নিতে হয় নানা ছাপ বা লক্ষণ।
তবে কিছু সহজ উপায় আছে যেগুলো অনুসরণ করলে বুঝতে পারা সম্ভব। চলনু, জেনে নিই সেই কৌশলগুলো—
১. মিউচুয়াল ফ্রেন্ডের সাহায্য নিন
প্রথমেই দেখুন যাকে নিয়ে সন্দেহ তার অ্যাকাউন্ট আদৌ সক্রিয় আছে কি না। এজন্য দুজনেরই যে বন্ধুর সঙ্গে পরিচয় আছে, তাকে বলুন ওই ব্যক্তির প্রোফাইল খুঁজে দেখতে। যদি প্রোফাইল পুরোপুরি গায়েব হয়, তবে হয়তো সে নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছে বা মুছে দিয়েছে। কিন্তু প্রোফাইল থাকলেও কেবল আপনি যদি খুঁজে না পান, তবে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি।
২. ট্যাগ করার চেষ্টা করুন
ফেসবুকে সাধারণত বন্ধুদের পোস্টে বা ছবিতে ট্যাগ করা যায়। যাকে নিয়ে সন্দেহ তাকে কোনো পোস্টে ট্যাগ করতে গিয়ে যদি নাম খুঁজে না পান, সেটিও ব্লক হওয়ার ইঙ্গিত হতে পারে।
৩. ফেসবুক সার্চ ব্যবহার করুন
ফেসবুকের সার্চ বক্সে গিয়ে নাম লিখে সার্চ করুন। ‘People’ অপশনে ফলাফল দেখুন। নাম না পেলে বা প্রোফাইল এলে ক্লিক করা না গেলে বুঝবেন হয়তো আপনাকে ব্লক করা হয়েছে।
৪. মেসেঞ্জারে দেখুন
ফেসবুক ওয়েব ভার্সনে গিয়ে মেসেঞ্জারে পুরোনো চ্যাট ওপেন করুন। যদি নামের ওপর ক্লিক করা না যায় বা বার্তা পাঠানোর জায়গায় লেখা আসে ‘This person is not contactable on Messenger’, তাহলে হয়তো আপনাকে ব্লক করা হয়েছে।
৫. ইভেন্টে আমন্ত্রণ জানানোর চেষ্টা
কোনো ইভেন্টে কাউকে ইনভাইট করতে গিয়ে যদি নাম খুঁজে না পান, তবে সেটিও ব্লক হওয়ার একটি সম্ভাব্য লক্ষণ।
৬. ব্লক করার অপশন চেক করুন
ফেসবুক সেটিংস থেকে ব্লক করার তালিকায় গিয়ে সেই ব্যক্তির নাম লিখে সার্চ করুন। নাম না এলে ধরে নেওয়া যায়, হয়তো তিনি আপনাকে আগে ব্লক করেছেন বা নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।
সূত্র : মেক ইউজ অব