Advertisement

ফেসবুক নাকি ইউটিউব: আয় বেশি কোন প্ল্যাটফর্মে?

জনকণ্ঠ

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে অনলাইনে আয়ের অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক ও ইউটিউব। ভিডিও স্ট্রিমিং ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে প্রতিদিন লাখো তরুণ-তরুণী এই দুই প্ল্যাটফর্মে কাজ করছেন। তবে প্রশ্ন হচ্ছে—আয়ের দিক থেকে কোনটি এগিয়ে?

পরিসংখ্যান বলছে, প্রতি ১০ লাখ ভিউ থেকে ফেসবুকে গড়ে ১৫ থেকে ২০ ডলার আয় হয়। অপরদিকে একই ভিউয়ে ইউটিউবে আয় দাঁড়ায় ১০০ থেকে ১২০ ডলার বা তারও বেশি। ফলে আয়ের হিসাব কষলে ইউটিউব স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।

মনিটাইজেশনের নিয়ম

ফেসবুক: ফেসবুক পেজে আয় করতে চাইলে অন্তত ১০ হাজার পেজ লাইক এবং শেষ ৬০ দিনে ৩০ হাজার মিনিট ভিউ থাকতে হবে। পাশাপাশি ‘স্টারস’, ‘ইন-ভিডিও পারচেস’, ও ‘ব্র্যান্ড কোলাবোরেশন’–এর মতো টুলসের মাধ্যমেও আয়ের সুযোগ রয়েছে।

ইউটিউব: ইউটিউবে মনিটাইজেশনের জন্য প্রয়োজন অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম। ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় ইন-স্ট্রিম বিজ্ঞাপন, স্পনসরশিপ, সুপার চ্যাট ডোনেশন ও চ্যানেল মেম্বারশিপসহ বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন সম্ভব।

কোন প্ল্যাটফর্ম লাভজনক?

বিশেষজ্ঞদের মতে, আয়ের দিক থেকে ইউটিউব এখনো ফেসবুকের চেয়ে অনেক বেশি লাভজনক। কারণ ইউটিউবে দর্শকের এনগেজমেন্ট ও ওয়াচ টাইম তুলনামূলকভাবে বেশি, পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও এই প্ল্যাটফর্মে বেশি বিনিয়োগ করতে আগ্রহী। সব মিলিয়ে অনলাইন আয়ের ক্ষেত্রে ইউটিউবই এগিয়ে রয়েছে।

আরও পড়ুন

Lading . . .