Advertisement

হোয়াটসঅ্যাপকে টেক্কা দেবে নতুন এই অ্যাপ

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫

হোয়াটসঅ্যাপকে টেক্কা দেবে নতুন এই অ্যাপ
হোয়াটসঅ্যাপকে টেক্কা দেবে নতুন এই অ্যাপ

মাইক্রো ব্লগিং সাইট টুইটার, বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। সেই টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই এবার বাজারে আসছে নতুন মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাট। পিয়ার টু পিয়ার নতুন এই অ্যাপ মূলত ‘ডিসেন্ট্রালাইজড’ মেসেজিং অ্যাপ। মানে সহজে বললে, এই অ্যাপে কেউ নজরদারি চালাতে পারবে না।

সাধারণত হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো অ্যাপে নজরদারি চালানো কঠিন হলেও প্রশাসন চাইলে অসম্ভব নয়। কিন্তু নতুন অ্যাপ তৈরিই হয়েছে এমন মডেলে, যে নজরদারি চালানো অসম্ভব। তাছাড়া ফোন নম্বর বা কোনো ইমেল আইডি ছাড়াই এই অ্যাপ চলবে।

এছাড়া এই অ্যাপের আরেকটি সবচেয়ে বড় গুণ, ইন্টারনেট ছাড়াই চলতে পারবে। ব্লুটুথ নির্ভর এই মেসেজিং অ্যাপ ‘অফ-গ্রিড কমিউনিকেশন’ ব্যবহার করবে। তবে মেসেজ প্রাপককে থাকতে হবে প্রেরকের ৩০০ মিটারের মধ্যে। টরেন্ট যেভাবে দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদান করে সেভাবেই বিটচ্যাট ডাটা লেনদেন করবে।

জানা যাচ্ছে স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। যতক্ষণ সেই ইউজার ‘অ্যাভলেবল’ থাকবেন ততক্ষণ মেসেজটি সেখানে স্টোর থাকবে। আর এক্ষেত্রে মেসেজ চালাচালি করতে কোনো ইন্টারনেট সংযোগ থাকার দরকারই নেই। পাশাপাশি এক্ষেত্রে মেসেজ থাকবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’। আর মেসেজ পাঠাতে কোনো ফোন নম্বর কিংবা ই-মেইল অ্যাড্রেস, কিছুই লাগবে না।

বিটচ্যাটের প্রতিষ্ঠাতার দাবি, দুটি ডিভাইসের ব্লুটুথকে ব্যবহার করে এই অ্যাপের মাধ্যমে মেসেজ লেনদেন করা যাবে। লাগবে না সেলুলার ডাটা বা ওয়াই-ফাই। যিনি মেসেজ পাঠাচ্ছেন ও যিনি মেসেজটি পাচ্ছেন এই দুজন ছাড়া কোনো সেন্ট্রাল সার্ভারে মেসেজ স্টোর থাকবে না। কিছু সময় পরে মেসেজটি নিজেই মুছে যাবে, কাউকে ম্যানুয়ালি মুছে ফেলতে হবে না। তৃতীয় কোনো পক্ষ, এমনকি প্রস্তুতকারী সংস্থার কারো কাছে মেসেজের অ্যাকসেস থাকবে না।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারে বিচচ্যাট। হোয়াটসঅ্যাপের দৌরাত্ম্যের মাঝে বিটচ্যাট চেষ্টা করছে মেসেজিংয়ের এক নতুন দিগন্ত খোঁজার-স্থানীয়, অজ্ঞাত ও ইন্টারনেটবিহীন বার্তা বিনিময়। মূলত এই মুহূর্তে পৃথিবীতে ডিজিটাল প্রাইভেসি নিয়ে নানা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। নানাভাবে হ্যাকারদের দাপট কিংবা আরও নানা ফ্যাক্টর রয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা বিনিময়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল।

সূত্র: দ্য ভার্জ

Lading . . .