Advertisement

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন
ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

স্মার্টফোনের সঙ্গে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ কানেক্ট করেন ব্লুটুথের মাধ্যমে। তবে দেখা যায় ব্লুটুথ কানেক্ট করতে গিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বার বার কানেকশন ফেল হওয়া, ইরোর দেখানো, একটু পর পর ডিস্কানেক্ট হয়ে যাওয়া। বারবার স্ক্রিনে ভেসে ওঠে সেক্ষেত্রে পেয়ারিং ফেইলড অথবা কানেকশন ইরোর মেসেজ। এই সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন।

>> ব্লুটুথ অন এবং ‘ভিজিবল’ রয়েছে কি না দেখে নিন। অনেক সময় ডিভাইসের ব্লুটুথ অন করতে ভুলে যাই। নিজের স্মার্টফোনের ব্লুটুথ অন আছে কি না দেখে নিন। তারপর যে ডিভাইসটি কানেক্ট করতে চাওয়া হচ্ছে, সেটিকে ডিসকভারেবল মোডে রাখুন। এতে উভয় ডিভাইস অনায়াসে একে অপরকে রেকগনাইজ করতে পারবে।

>> ডিভাইসটিকে রিস্টার্ট করুন। যদি কানেকশন ঠিক ভাবে না হয়, তাহলে ফোন রিস্টার্ট করতে হবে। অথবা একবার ব্লুটুথ ডিভাইস রিস্টার্ট করতে হবে। এতে ছোটখাটো সফটওয়্যার সংক্রান্ত সমস্যা থাকলে তা সমাধান হয়ে যাবে।

>> ফোনে আগে থেকে একাধিক ব্লুটুথ ডিভাইস পেয়ার করা থাকে। ফলে নতুন ডিভাইস কানেক্ট করা যায় না। এই অবস্থায় ব্লুটুথ সেটিংসে যেতে হবে এবং পুরোনো ও অপ্রয়োজনীয় ডিভাইসের ডাটা ফরগট করুন। তারপর নতুন কানেকশনকে পুনরায় কানেক্ট করুন।

>> ব্লুটুথ ডিভাইসকে কানেক্ট করার জন্য উভয় ডিভাইসকে একে অপরের কাছাকাছি রাখুন। সব সময় ১-২ মিটারের দূরত্বে রাখতে হবে দুটি ডিভাইসকে।

>> দুই ডিভাইসেই পর্যাপ্ত চার্জ আছে কি না, তা দেখতে হবে। কারণ লো ব্যাটারি কানেকশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

>> আউটডেটেড সফটওয়্যার পেয়ারিং সমস্যার জন্য দায়ী হতে পারে। ব্যবহারকারীর স্মার্টফোন এবং ইয়ারবাডস অথবা স্মার্টওয়াচের মতো ব্লুটুথ ডিভাইসের ফার্মওয়্যার অথবা সফটওয়্যার আপডেট করতে হবে।

>> সবশেষ যে কাজটি করতে পারেন, তা হচ্ছে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট। এতে ওয়াই-ফাই, মোবাইল ডাটা এবং ব্লুটু সেটিংস রিসেট হয়ে যাবে। যা পেয়ারিংয়ের সমস্যা নিমেষে দূর করতে পারে।

আরও পড়ুন

Lading . . .