ফাইভ স্টার নাকি থ্রি স্টার, কোন এসিতে বিদ্যুৎ বিল কম
প্রকাশ: ৫ জুলাই, ২০২৫

তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। স্বস্তির বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও আগের মতোই অবস্থা। এসময় এসি ব্যবহার করছেন কমবেশি সবাই। তবে এসি ব্যবহারে যে দুশ্চিন্তা সবার মাথায় তা হচ্ছে বিদ্যুৎ বিল।
পুরো মাস এসি ব্যবহারের পর বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়ে বৈকি! এসির বিদ্যুৎ খরচ কমাতে অনেকেই অনেক কৌশল অবলম্বন করেন। যার অনেকগুলো কাজে দেয় আবার অনেকগুলো দেয় না।
অনেকেই এসি কিনতে যান রেটিং দেখে। বাজারেও থ্রি স্টারের থেকে ফাইভ স্টারের এসির দাম বেশি। তবে সত্যি কি এসি এসির রেটিং-এর উপর ইলেকট্রিক বিল কম বা বেশি হওয়া নির্ভর করে?
এই রেটিং বিইই (ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি) দ্বারা নির্ধারিত হয়। এসি বিদ্যুতচালিত হতে কতটা দক্ষ। ফলে এই রেটিংয়ের উপর বিদ্যুতের বিলের অনেকটাই নির্ভর করে।
এসিতে ফাইভ স্টার মানে কার্যকারিতা বেশি, বিদ্যুৎ খরচ কম। আর থ্রি স্টার মানে কার্যকারিতা তুলনামূলক কম, বিদ্যুৎ খরচ ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি।
স্টার রেটিং মূলত সিজেনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও-এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। অনেকেই দামের জন্য থ্রি স্টার এসি কেনেন। ২ কিংবা ৩ স্টার মানে আপনার জিনিসটি ভালো কিন্তু ইলেকট্রিক বিলের পরিমাণ বেশি উঠবে। তাতে দীর্ঘমেয়াদি ব্যবহারে ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি বিদ্যুতের বিল দিতে হয়। ফাইভ স্টার এসিতে আপনাকে বছরে তেমনভাবে ইলেকট্রিক বিল এর ভার বহন করতে হবে না।
দেড় টন ফাইভ স্টার এসি রোজ ৮ ঘণ্টা চললে দেড় টন থ্রি স্টার এসির থেকে বছরে প্রায় আড়ই হাজার টাকা পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয় করাতে পারে। দিনে ৬ ঘণ্টার বেশি এসি চালালে ফাইভ স্টার রেটিং এসি কেনাই বুদ্ধিমানের কাজ।
আসলে পণ্যে তিনটি স্টার থাকলে বিদ্যুতের বিল বেশি বহন করতে হবে। তবে সেই পণ্যটি ভালো তার ইঙ্গিত দেয় ৩ স্টার। তবে তার চেয়ে বেশি ভালো পাঁচটি স্টার যেটিতে রয়েছে। সরঞ্জামের গুণগত মান যেমন ভালো তেমনই ইলেক্ট্রিক বিলও আসবে নগন্য।
তিনটি স্টার এবং পাঁচটি স্টারের মধ্যে তফাৎ সম্পর্কে বিশদে এক বিক্রেতা জানান, এক ঘণ্টায় তিনটে স্টার যুক্ত জিনিসের বিলের পরিমাণ যদি এক ইউনিট ওঠে, তাহলে পাঁচটি স্টার যুক্ত জিনিসটি ১ ঘণ্টা ব্যবহারে বিল উঠবে তার ৫০ শতাংশ। মানও ভালো, সাশ্রয়ও অনেক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া