শারীরিক স্বাস্থ্যের জন্য হাসপাতাল আর মানসিক স্বাস্থ্যের জন্য সিনেমা হল: জাহিদ হাসান
প্রকাশ: ৩০ জুন, ২০২৫

নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবার ঈদে যেন চমক দেখালেন। ‘উৎসব’ সিনেমা দিয়ে তিনি নতুন করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাচ্ছেন প্রশংসা। কেউ বলছেন, রাজকীয় ফিরে আসা। কেউবা বলছেন, একজন অভিনেতা সারা জীবনই অভিনেতা। দরকার শুধু ঠিকঠাক কাজ। অভিজ্ঞ শিল্পীর সেই সুযোগ তৈরি হলে কী করে দেখাতে পারেন, তার নমুনা জাহিদ হাসান খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় দিয়ে দেখিয়ে দিয়েছেন। কষ্টের বিষয় হচ্ছে, সারা দেশে এখন সিনেমাহলের সংখ্যা কম। জাহিদ হাসানের জন্মস্থান সিরাজগঞ্জেও নেই কোনো প্রেক্ষাগৃহ। তাই সেখানে তাঁর আত্মীয়স্বজনও ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার উৎসব ছবির বিশেষ প্রদর্শনীতে এসে সেই কথা বললেন এই অভিনয়শিল্পী।
‘উৎসব’ ছবির প্রদর্শনী শেষে জাহিদ হাসান বলেন, ‘প্রতিটি জেলায় শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন হাসপাতাল আছে, তেমনি মানসিক স্বাস্থ্যের জন্য সিনেমা হল থাকা দরকার। সুস্থ বিনোদন থাকলে মানুষ নেশা, হানাহানি ও মব জাস্টিস থেকে দূরে থাকবে। আমাদের যেমন শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান দরকার, তেমনি বিনোদনের জন্য সিনেমা হল দরকার।’
এ বছরের রোজার ঈদে ‘উৎসব’ ছবির শুটিং করেন জাহিদ হাসান। তানিম নূর পরিচালিত এ ছবিতে কাজ করার আগে ‘কাইজার ২’ সিরিজে অভিনয়ের ব্যাপারে জাহিদের সঙ্গে আলাপ হয়। পরে পরিচালক সিদ্ধান্ত নেন, ছবি বানাবেন আগে, পরে সিরিজ। সিনেমায় খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান বাজিমাত করেছেন। কথা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এখনো আমি এই চরিত্রের মধ্যে ডুবে আছি। আসলে প্রত্যেক মানুষের মধ্যে জাহাঙ্গীর লুকিয়ে আছে। কারণ, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে হিরোইজম আছে, ভিলেন আছে। আছে উপলব্ধি করার ক্ষমতা। মৃত্যুর আগপর্যন্ত আমাদের সেই উপলব্ধির সময় আছে। কখন মৃত্যু হয়, আমরা জানি না। এ উপলব্ধি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আজ আমরা যারা জাহাঙ্গীরের মতো আছি, কাল আমরা ভালো হয়ে যাব।’
করোনা মহামারির পর অভিনয়ে খুব একটা দেখা যায়নি জাহিদ হাসানকে। নির্মাতাদের সঙ্গে অভিনয় নিয়ে খুব একটা কথা হয়নি তাঁর। কারোনার পর ‘উৎসব’ তাঁর প্রথম সিনেমা। তাঁর ভাষ্য, ‘করোনার পর খুব একটা অভিনয় করা হয়নি। আমাকে অভিনয়ে নেওয়া বা না নেওয়াটা নির্মাতাদের দায়িত্ব। বলতে গেলে গত কয়েক বছর সেভাবে সুযোগও আসেনি। “উৎসব” সিনেমার মধ্যে সেই সুযোগটা এল। অভিনয় করলাম। দর্শক প্রতিক্রিয়া দেখে বুঝেছি খারাপ করিনি।’
সিনেমার হলের সংখ্যা কম হওয়ায় দেশের সিনেমা সর্বসাধারণের কাছে পৌঁছাচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন জাহিদ হাসান। সেই সঙ্গে জেলা প্রশাসকদের বিশেষ উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান তিনি। জাহিদ হাসান বলেন, ‘আমার বাড়ি সিরাজগঞ্জ। আমার বোন ফোন করে বলল, এখানে তো সিনেমা হল নেই। তাই আমরা সিনেমা দেখতে পারছি না। এ কথা শুনে কষ্ট পেয়েছি। এটা সত্য, সিরাজগঞ্জের মতো দেশের অনেক বড় শহরে সিনেমা হল নেই। জেলা প্রশাসকসহ দায়িত্বশীল পর্যায়ে যাঁরা আছেন, তাঁদের সবাইকে অনুরোধ করব তাঁরা যেন প্রতিটি জেলায় সিনেমা হলের ব্যবস্থার উদ্যোগ নিয়ে তার বাস্তবায়ন করেন।’
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।