Advertisement

১২ দিন পরে সরে গেল ‘আশিকি’, ট্রেন্ডিংয়ে শীর্ষে মাছ বিক্রেতা ও ভ্লগারের ঝগড়ার গল্প

প্রথম আলো

প্রকাশ: ৩০ জুন, ২০২৫

24obnd

ঈদুল আজহা উপলক্ষে প্রচারের পর থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছিল নাটক ‘আশিকি’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা অভিনীত সেই নাটকটিকে পেছনে ফেলে এবার শীর্ষে জায়গা করে নিয়েছে আরেক চেনা জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা এই নাটকের গল্পে কী আছে?

‘মাছের মানুষ’ নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। এটি চার দিনেই ছয় লাখের মতো দর্শক দেখেছেন। মাছ বিক্রেতা ও এক ভ্লগারের গল্প নিয়েই এই নাটক। নাটকে মাছ বিক্রেতা পরিবারের সবার নাম মাছ দিয়ে।

গল্পে রুইতন খানকে দেখা যায় বাবার মাছের দোকানে বসতে। সেখানে ভিডিও করতে আসেন এক তরুণী। তিনি ক্যামেরায় দেখাতে থাকেন, মাছ কীভাবে কিনতে হয়, কীভাবে দরদাম করতে হয়। মাছের দাম করা নিয়েই ভ্লগারের সঙ্গে ঝগড়া হয় তরুণের। এভাবেই শুরু হয় ‘মাছের মানুষ’ নাটকের গল্প। রুইতন চরিত্রে অভিনয় করেছেন নিলয়। ভ্লগার হিমি। জেলে পেশার প্রতি সম্মান জানাতেই এই নাটক।

অন্যদিকে ট্রেন্ডিং থেকে সরে যাওয়া ‘আশিকি’ নাটকের গল্প সহজ–সরল এক ছেলে আশিককে ঘিরে। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। দেখতে একটু অন্য রকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে ছেলেটিকে অপমান করে। এ অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়। নাটকটির বর্তমান ভিউ ১ কোটি ৮৬ লাখের বেশি। টানা ১২ দিন ধরে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

শীর্ষে থাকা অন্য নাটকের মধ্যে ৩ নম্বরে রয়েছে ‘হরবোলা’। পুনর্বাসনকেন্দ্রের চিকিৎসকের পরামর্শে শহর থেকে বাবার সঙ্গে গ্রামে আসে রিয়ানা। তাকে নিয়ে ঘুরে বেড়ানোর দায়িত্ব পড়ে গ্রামের তরুণ আকবরের ওপর, যে আবার বিভিন্নজনের ভাষা নকল করতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে আকবরকে দিয়ে রিয়ানা তার বাবার অর্থ হাতিয়ে নেয়। এরপর গল্পের চমক। দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও সুমনা ইয়াসমিন। নজর কেড়েছেন মীর রাব্বি। আবদুল্লাহ জহিরের গল্পে ‘হরবোলা’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।

ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে রয়েছে ‘ক্ষতিপূরণ’। একটি পত্রিকা অফিসে শিরিন নামের নতুন একটি মেয়ে যোগদানের পর নানা ঘটনায় এগিয়ে চলে গল্প। শিরিন অফিসে তানভীর নামের এক তরুণের প্রেমে পড়ে। যে ব্যস্ততা আর অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবন ও পরিবার থেকে দূরে সরে যায়। তানভীর ও শিরিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে আরও রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ।

ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে রয়েছে ‘ঘ্রাণ’ নাটকটি। মায়ের জন্য শাড়ি কিনতে দোকানে যান আকাশ। কিন্তু কেমন শাড়ি কিনবেন, বুঝে উঠতে পারেন না। শপিং করতে থাকা এক নারীর পিছু নেন তিনি। পরে তাঁর সহায়তায় মায়ের জন্য শাড়ি কেনেন। এ শাড়ি ঘিরেই নাটকের গল্প। নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। কয়েক বছর ধরে ঈদে অপূর্বর নাটক মানেই ট্রেন্ডিং। নাটকের মধ্যে এবার ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে রয়েছে ‘ঘ্রাণ’। নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, শেলী আহসান, রোজী সিদ্দিকী, নাজনীন নীহা প্রমুখ। ইমদাদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম।

Lading . . .