Advertisement

কেন মুম্বাই থেকে কলকাতায় ফিরে এলেন রুক্মিণী

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

মন ভালো নেই টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। একের পর এক অঘটন। পরিবারে শোকের ছায়া। আচমকাই দাদুকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। গত বছরই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। রুক্মিণীর জন্মদিনেই দেখা গিয়েছিল তার দাদু আর দিদার বিশেষ নাচ। প্রতিটা মুহূর্তই পরতে পরতে উপভোগ করছিলেন অভিনেত্রী এবং পরিবারের অন্য সদস্যরা। দাদুর হঠাৎ চলে যাওয়ায় মন ভালো নেই কারও। কারণ মাসখানেক আগেই মাসিকে হারিয়েছেন রুক্মিণী। মাত্র কিছু দিনের ব্যবধানে দাদুকে হারালেন তিনি।

সম্প্রতি মুম্বাই ছিলেন অভিনেত্রী। দাদুর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন তিনি। যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তার দাদু যে খুব অসুস্থ ছিলেন তেমন নয়। কিন্তু অনেকটাই বয়স হয়েছিল। পরিবারে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায় মন ভালো নেই রুক্মিণীর। মা ও দিদার পাশে থাকতেই তার কলকাতায় ফেরা।

জানা গেছে, পাকাপাকিভাবে নাকি মুম্বাইয়েই থাকছেন তিনি। হিন্দি সিনেমার ওয়ার্কশপও নাকি করছেন। তবে নায়িকার তরফে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমার পর আর বড়পর্দায় দেখা যায়নি রুক্মিণীকে। তবে ইতোমধ্যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। আপাতত তাকে নতুনভাবে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা।

Lading . . .