Advertisement

ফ্যাশনে দেব, দাম কারো কারো সারা বছরের আয়ের সমান!

যুগান্তর

প্রকাশ: ৩০ জুন, ২০২৫

দীপক অধিকারী দেব/ছবি: সংগৃহীত
দীপক অধিকারী দেব/ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব 'রঘু ডাকাত' সিনেমার একটি গানের শুট করতে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন। সঙ্গে আছেন সময়ের আলোচিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সামাজিক মাধ্যমে এক এয়ারহোস্টেসের কল্যাণে সামনে এসেছে ছবিটি। আর সেখানেই আরও একটি ব্যাপার নজর কেড়েছে, তা হলো অভিনেতার কাঁধে থাকা একটি ব্যাগ। দেখতে ছোট হলেও এই ব্যাগের দাম আকাশছোঁয়া। নিম্নবিত্ত পরিবারের বার্ষিক আয়ও হয়তো এর থেকেও কম। এমনকি এই টাকায় দুটো মানুষ ঘুরে ফেলতে পারবেন ইউরোপ বলেও জানা গেছে।

Louis Vuitton কোম্পানির ব্যাগটির দাম কত হতে পারে? কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, এটির দাম দুই লাখ ৪৮ হাজার টাকা। আর এটি থেকেই অভিনেতা-সংসদ সদস্যের বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব।

আপাতত শুটিং চলছে রঘু ডাকাতের। যেখানে দেবের নায়িকা হিসেবে দর্শক আরও একবার দেখতে পারবেন ইধিকা পালকে। এয়ারপোর্টে দেবের সাজ এমনিতে ছিল সাদামাটা। সাদা-কালো স্ট্রাইপের একটি টি-শার্ট ছিল তার গায়ে। সঙ্গে ডেনিম। একটু খুঁজতেই জানা গেল, দেবের গায়ে থাকা এই টি-শার্টের দামও। যার ফ্রন্টে চেইন ওপেনিং—এমনকি স্টাইলিংয়ের জন্য কলারেও বসানো আছে চেইন। আর Celio ব্র্যান্ডের এই টি-শার্টটির দাম হলো দুই হাজার ৬০০ টাকা। এমনকি মাথায় থাকা গুচির টুপিটির দামও ২০ হাজারের মতো।

উল্লেখ্য, চলতি বছরে দেবের তিনটি সিনেমা মুক্তির কথা রয়েছে। যার মধ্যে আগস্ট মাসে স্বাধীনতা দিবসের প্রাক্কালেই আসছে 'ধূমকেতু', যা পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রযোজনায় রানা সরকার। ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছেন দেব ও শুভশ্রীর। প্রায় ১৩ বছর ধরে নানা জটিলতার কারণে আটকে ছিল 'ধূমকেতু'র মুক্তি। দেব-ভক্তরা বারংবার এ ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার সেই প্রতীক্ষারই অবসান হতে চলেছে।

এসভিএফের প্রোডাকশনে তৈরি 'ধূমকেতু' সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে পূজায়। আর শীতের ছুটিতে দেব নিয়ে আসবেন 'প্রজাপতি ২'। বাংলার বক্স অফিসে দেব মানেই যেন হিট। 'খাদান' তো এমনিতেই সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ ছাড়া গত ৫ বছর দেবের কোনো ফ্লপ সিনেমা নেই। 'গোলন্দাজ', 'ব্যোমকেশ'-এর মতো সিনেমার আয় একটু কম হলেও তা বহু বাংলা সিনেমার আয়ের তিন বা চার গুণ।

আরও পড়ুন

Lading . . .