প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ ঘোষণা করেছে একগুচ্ছ ওয়েব সিরিজ মুক্তির। এর মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত কয়েকটি জনপ্রিয় সিরিজের অন্তিম পর্ব এবং একেবারে নতুন সিরিজ। দর্শকদের জন্য এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘উৎসবের নতুন গল্প’। অক্টোবর মাসেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজগুলো। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন সিরিজ আসছে এবার—
নিশির ডাক
নতুন এই ভৌতিক ঘরানার সিরিজ পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। অভিনয়ে সৃজা দত্ত ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এর গল্পে উঠে আসবে ভুলে যাওয়া এক সংগীতশিল্পীকে নিয়ে গবেষণা করতে গিয়ে ছয় বন্ধু পৌঁছে যায় এক নিস্তব্ধ শহরে। তারপর কী ঘটে? ভৌতিক আবহে মোড়া এই গল্প দর্শকদের টেনে রাখবে শেষ অবধি।
ইন্দু ৩
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে ‘ইন্দু’-র শেষ পর্ব। রহস্যে মোড়া দাশগুপ্ত পরিবারের কাহিনি এবার মিলবে সমাধান। সিরিজটির ক্রিয়েটর সাহানা দত্ত, পরিচালনায় অয়ন চক্রবর্তী। প্রধান ভূমিকায় রয়েছেন ইশা সাহা ও সুহোত্র মুখোপাধ্যায়। একের পর এক খুনের জট শেষ পর্যন্ত খুলতে পারবে কি ইন্দু? সেই উত্তর মিলবে এই মৌসুমে।
অনুসন্ধান
অদিতি রায়ের পরিচালনায় আসছে নতুন সিরিজ ‘অনুসন্ধান’। অভিনয়ে শুভশ্রী গাঙ্গুলী ও সাহেব চট্টোপাধ্যায়। কাহিনির শুরু এক অদ্ভুত ঘটনায়—জেলের ভেতরে হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক নারী কয়েদি। কিন্তু কীভাবে? সেখানে তো পুরুষের প্রবেশই নিষিদ্ধ! সেই রহস্য উদ্ঘাটনে নামে এক সাংবাদিক। অজানা সব প্রশ্নের উত্তর মিলবে সিরিজে।
কালরাত্রি ২
প্রথম সিজনেই জনপ্রিয়তা পেয়েছিল এই থ্রিলার। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সৌমিতৃষা কুণ্ডু। দেবীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং তার সত্যকে খুঁজে পাওয়ার যাত্রা এবার শেষ হবে ‘কালরাত্রি ২’-এ। এই সিরিজের জন্য আগ্রহে অপেক্ষা করছেন অসংখ্য দর্শক।
কার্মা কোর্মা
প্রীতম ডি গুপ্তর পরিচালনায় নতুন এই সিরিজে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার ও ঋত্বিক চক্রবর্তী। কাহিনির শুরু এক কুকিং ওয়ার্কশপে, যেখানে দুই নারীর পরিচয় থেকে শুরু হয় বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব অন্ধকারের দিকে মোড় নেয়। তাদের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে? সেটিই দেখাবে ‘কার্মা কোর্মা’।
ফেলুদার গোয়েন্দাগিরি: রয়্যাল বেঙ্গল রহস্য
কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে ফেলুদার নতুন রহস্য কাহিনি। অভিনয়ে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী। এক অদ্ভুত মৃত্যুকে ঘিরে তৈরি হয় রহস্য, সেই রহস্য সমাধানে মাঠে নামে ফেলুদা।
আরও পড়ুন