Advertisement

জন্মাষ্টমীর পুজায় ফের ট্রলের মুখে নুসরাত!

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

টালিপাড়ার বিতর্কিত এবং সবসময় আলোচনার কেন্দ্রে থাকা নুসরাত জাহান আবারও ট্রলের শিকার। জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণ আরাধনা করতেই অভিনেত্রীকে আক্রমণ করলেন কেউ কেউ।

মুসলিম হয়েও কেন হিন্দুদের উৎসবে সামিল হলেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ। কেউ তাকে বললেন, “মুসলিম জাতির কলঙ্ক”, আবার কেউ প্রশ্ন তুললেন, “এত ঘটা করে ইদে তো দেখি না আপনাকে।”

ছাইরঙা শাড়ি পরে পুজার ঘরে ছবি পোস্ট করেছিলেন নুসরাত। লাল কাপড়ে সাজানো কৃষ্ণ, পাশে দোলনা, সামনে ভোগের থালা—তার মাঝেই অভিনেত্রীকে দেখা গেল শান্ত মুখে।

মুহূর্তেই ভাইরাল হলো সেই ছবি। আর সেখানেই ভেসে এলো কুরুচিকর মন্তব্য। তবে নুসরাতকে চেনা যায় তার নির্লিপ্ততায়। আগেও সিঁদুর খেলায় সামিল হওয়া বা দশমীতে সিঁথিতে সিঁদুর পরা নিয়ে প্রচুর কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবু বারবারই নিজের মতো করে বাঁচা এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দেখানোর বার্তা দিয়েছেন।

এই জন্মাষ্টমীতেও আলাদা নয়। একদিকে নিন্দার ঝড়, অন্যদিকে অনুরাগীদের প্রশংসা—দু’পক্ষের স্রোত বইলেও নুসরাতের অবস্থান স্পষ্ট: তিনি সব উৎসবকেই সমানভাবে ভালোবাসেন। যশ দাশগুপ্তও বাড়ির পুজোর ছবি পোস্ট করেন, যা দেখে ভক্তরা খুশি যে তাদের সম্পর্কের ধোঁয়াশা কিছুটা কাটলো।

বিতর্ক যতই চলুক না কেন, নুসরাত আবারও মনে করিয়ে দিলেন—ধর্ম কাউকে আলাদা করে না। বরং সম্প্রীতির আলোয় মানুষকেই বড় করে তোলে।

আরও পড়ুন

Lading . . .