ফের জুটি বাঁধছেন আবীর-সোহিনী, কে হচ্ছেন শরৎচন্দ্র?
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিখ্যাত ঐপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবি’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরের ৩১ আগস্ট। সেই উপন্যাসের সময়কাল ও পটভূমিকায় এবার নির্মাণ করা হচ্ছে সিনেমা।
শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি ও রানা সরকারের যৌথ প্রযোজনায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করতে যাচ্ছেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।
বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে সেই সিনেমার অভিনেতাদের নাম।
একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক সৃজিত বলেন, সিনেমার মুখ্য অভিনেতা টোটা রায় চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। বড় চমক ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল।
অনেক বছর পর সৃজিতের সিনেমায় ‘ভিঞ্চিদা’ রুদ্রনীল ঘোষ। এ ছাড়া আছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্য। কাঞ্চন এর আগে পরিচালকের 'সত্যি বলে সত্যি কিছু নেই' সিনেমায় অভিনয় করেছেন।
দিব্যাণীর অভিনয়ে আত্মপ্রকাশ ধারাবাহিক ‘ফুলকি’ দিয়ে। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন— ছোটপর্দার নায়িকা সৃজিতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। সেই খবরের সত্যতা আজ প্রকাশ পেল।
সিনেমায় কাকে কোন ভূমিকায় দেখা যাবে? ‘শরৎচন্দ্র’ কে হবেন?—এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, আপাতত এই উত্তর তোলা থাক। ওরা চিত্রনাট্য পড়ে ভীষণ খুশি। নভেম্বর থেকে শুটিং শুরুর ইচ্ছা। ওরাও প্রস্তুতি নিচ্ছেন। আমিও ওদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।
একটি সূত্র জানায়, এ ছবি দিয়েই নাকি অনেক দিন পর ক্যামেরার মুখোমুখি হবেন সৃজিতের 'ব্লু আইড বয়' অনির্বাণ ভট্টাচাৰ্য। তা হলে ওর নাম তালিকায় নেই কেন?—উত্তরে প্রযোজক রানা বলেন, অনির্বাণের বিষয়টি ফেডারেশনের বিবেচনাধীন। সংগঠন সবুজ সংকেত দিক। তখন আনুষ্ঠানিক ঘোষণা হবে।
আরও পড়ুন