Advertisement

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল ১১ দিন পর

প্রথম আলো

প্রকাশ: ৩ জুলাই, ২০২৫

লি সিও-ইইনস্টাগ্রাম থেকে
লি সিও-ইইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী লি সিও-ই মারা গেছেন। গত ২০ জুন তাঁর মৃত্য হয়েছে। তবে মৃত্যুসংবাদটা সামনে এসেছে ১১ দিন পর গতকাল মঙ্গলবার।

এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রীর ম্যানেজার খবরটি নিশ্চিত করেছেন। সঙ্গে অভিনেত্রীকে নিয়ে একটি আবেগঘন বার্তা জুড়ে দিয়েছেন ম্যানেজার।

ম্যানেজার লিখেছেন, ‘স্নেহভাজন অনি মারা গেছেন ২০ জুন। হঠাৎ এমন খবরে অনেকেই হতবাক ও মর্মাহত হয়েছেন। তিনি যেন শান্তিতে থাকেন, তাঁর জন্য প্রার্থনা করার অনুরোধ রইল।’

লি সিও-ইয়ের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। ফলে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃত্যুর আগপর্যন্ত ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন এই তারকা। তাঁর হুট করে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ভক্তরা। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

সহকর্মী ও শিল্পী বন্ধুরা তাঁর স্মৃতিতে আবেগময় বার্তা দিয়ে শেষশ্রদ্ধা জানিয়েছেন।

১৯৮২ সালে জন্ম নেওয়া লি সিও-ই ২০১৩ সালে এমবিসির ‘হুর জুন: দ্য অরিজিনাল স্টোরি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর ‘দ্য কিং’ ও ‘কিলিং রোমান্স’-এর মতো সিনেমায়ও অভিনয় করেন তিনি।

সর্বশেষ লি সিও-ইকে দেখা গেছে টিভিএনের ড্রামা ‘দ্য ডিভোর্স ইনস্যুরেন্স’-এ, ড্রামাটি গত মে মাসে সম্প্রচার শেষ করেছে।

সূত্র: কোরিয়া টাইমস

Lading . . .