Advertisement

লেখাটা পড়তে গিয়ে এতটাই ভালো লাগল যে চোখে পানি চলে এল

প্রথম আলো

প্রকাশ: ৩০ জুন, ২০২৫

24obnd

রেইনড্যান্স উৎসবে যখন ২ষ-এর যুক্তরাজ্য প্রিমিয়ার হচ্ছে, তখন নতুন খবর দিলেন পরিচালক নুহাশ হুমায়ূন। চরকির অ্যানথোলজি সিরিজটি কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। গুরুত্বপূর্ণ এ উৎসবের আয়োজক কর্তৃপক্ষ সিনেমাটির পরিচালক ও তাঁর কাজের জনরা নিয়ে প্রশংসা করেছে। যা পড়ে আবেগাপ্লুত এই তরুণ নির্মাতা।

বিভিন্ন উৎসব থেকে মনোনয়ন পাওয়াটা নুহাশের কাছে নতুন কিছু নয়। প্রায়ই মনোনয়নের খবর পান তিনি। তবে এবার মনোনয়নের সঙ্গে একটি মন ভালো করে দেওয়া চিঠিও পেয়েছেন। উৎসব কর্তৃপক্ষ অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘এর আগে নির্মাতা ষ, মশারি ও ফরেনার্স অনলি নির্মাণ করেছেন। তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন। সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন। দ্বিতীয় সিজনেও তিনি ভীতিকর গল্প নিয়ে এসেছেন, যা এই গ্রীষ্মে কানাডায় প্রিমিয়ার হবে।’

উৎসব কর্তৃপক্ষের ফেসবুকের লেখা পড়ে নুহাশ আবেগাপ্লুত, ‘আয়োজকদের ঘোষণা ভালো লেগেছে। আমাদের এখানে তো হরর জনরার গল্প তেমন বলা হয় না। সেখানে দেশের সেই জনরাকে নিয়ে একের পর এক কাজ করছি। সেটা কানাডার গুরুত্বপূর্ণ একটি উৎসব কর্তৃপক্ষের নজরে পড়েছে। তারা বলছে, এই জনরাকে আলোকিত করছি এবং এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। তাদের লেখাটা পড়তে গিয়ে এতটাই ভালো লাগল যে চোখে পানি চলে এল।’

নুহাশ জানান, তাঁর হরর জনরার স্বল্পদৈর্ঘ্য ও সিনেমাগুলো দেখার পর থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে নির্মাতাদের সিনেমা বানিয়ে জমা দিতে হয়, সেখানে নুহাশের সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন আয়োজকেরা। তিনি বলেন, ‘বিভিন্ন উৎসব থেকে আমাকে মেইল করে আগেই সিনেমার ফাস্ট কাট চেয়েছেন, কেউ ফাইনাল কাট চেয়েছেন। দেখে তাঁরা নিজ থেকেই উৎসবের নির্বাচিত সিনেমার তালিকায় রাখছেন। এটাই আমার জন্য অনেক সম্মানের। আমাদের সিনেমা নিয়ে এমন আগ্রহ ভালো লেগেছে। দেশের নির্মাতা হিসেবে এটা অবশ্যই গর্বের ব্যাপার।’

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার এ উৎসব। এ আয়োজনে নুহাশের ২ষ-এর চারটি গল্প নিয়ে বলা হয়েছে, এখানে ভয়ংকর ভুতুড়ে সব গল্প যেমন আছে, তেমনি উপস্থাপনার ঢংও কৌতূকপূর্ণ। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।

আগামী ১৬ জুলাই শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসব। আয়োজনে অংশ নেবেন এই নির্মাতা। এই উৎসব থেকে এর আগের নুহাশের মশারি ও ফরেনার্স অনলি পুরস্কার জয় করে।

‘২ষ’–এর ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। ‘ভাগ্য ভালো’-তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন, সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

Lading . . .