কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সহজেই ডিপফেক ছবি ও ভিডিও তৈরি করা যায়রয়টার্স

ডিপফেক ঠেকাতে আইন করছে ডেনমার্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ নামে পরিচিত। ডিপফেক ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করার পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না এটি নকল ভিডিও। ফলে ডিপফেকের মাধ্যমে যেকোনো ব্যক্তির নামে সমাজবিরোধী বা উদ্দেশ্যমূলক যেকোনো রাজনৈতিক ভিডিও তৈরি করা যায়। এই বিপদ মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। ডিপফেকের বিস্তার ঠেকাতে কপিরাইট আইন সংশোধন করে নতুন আইনও করতে যাচ্ছে দেশটি। এ বছরের শেষ নাগাদ সংসদে আইনটি পাস হতে পারে।
৩০ আগস্ট, ২০২৫
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2025