
বাজারে মিতসুবিশির নতুন গাড়ি
দেশের বাজারে মিতসুবিশির এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজের এক্সপ্যান্ডার ম্যাট ব্ল্যাক মডেলের গাড়ি বাজারজাত শুরু করেছে মিতসুবিশি মোটরস। সাত আসনের গাড়িটিতে রয়েছে শক্তিশালী ১ দশমিক ৫ লিটার ডিওএইচসি মাইভেক ইঞ্জিনসহ স্পোর্টি বডি কিট। নিরাপত্তার জন্য গাড়িটিতে রয়েছে দুটি এসআরএস এয়ারব্যাগ, হিল স্টার্ট অ্যাসিস্ট, অ্যাকটিভ স্ট্যাবিলিটি কন্ট্রোল, রেয়ার পার্কিং সেন্সর, রেয়ারভিউ ক্যামেরাসহ বিভিন্ন সুবিধা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মিতসুবিশি মোটরস।১১ সেপ্টেম্বর, ২০২৫