বলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে ফের সরব কৃতি স্যানন
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

গ্ল্যামারের আড়ালে যে বৈষম্যের ছায়া লুকিয়ে আছে, তা নিয়ে আবার কথা বললেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এর আগেও বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়েও তীব্র প্রতিবাদ করেছিলেন কৃতি স্যানন। প্রায় সব পেশাতেই এখন সমান কাজের জন্য সমান পারিশ্রমিকের দাবি স্বীকৃত। কিন্তু বলিউডে এখনো সমান পারিশ্রমিকের কোনো গল্প নেই। একই ধরনের কাজ, একই রকম পরিশ্রম, তবু শুধু লিঙ্গের ভিত্তিতে পারিশ্রমিকের ফারাক কেন থাকবে? এটা আমাদের মতো অভিনেত্রীদের জন্য তীব্র যন্ত্রণার বলেও জানান কৃতি স্যানন।
অভিনেত্রী বলেন, ছোট ছোট বিষয়, যেমন পুরুষ অভিনেতা ভালো গাড়ি বা ঘর পাচ্ছেন। এটা আসলে গাড়ির বিষয় নয়, বরং মেয়েদের ছোট করে দেখানোর বিষয়। আমি চাই সমতা।
তিনি বলেন, আমার মা এমন একসময়ে বড় হয়েছেন, যখন ছেলেরা অনেক কিছু করতে পারত, কিন্তু মেয়েরা পারত না। একমাত্র যেটার জন্য তিনি লড়াই করেছিলেন, তা হলো—পড়াশোনা। আজ তিনি একজন অধ্যাপিকা হয়েছেন।
কৃতি স্যানন বলেন, অনেক সময় দেখা যায়, সহকারী পরিচালকরা মেয়েদের আগে ডাকেন, ছেলেদের জন্য অপেক্ষা করেন। আমি বাধ্য হয়ে নিজে গিয়ে কথা বলেছি, এটা যেন তারা না করেন। মানসিকতা বদলানো দরকার।