Advertisement

সাইয়ারা’র জুটির প্রশংসায় যা বললেন আমির খান

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

রোম্যান্টিক ঘরানার ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পরপরই দর্শকদের হৃদয় জয় করেছে মোহিত সুরি পরিচালিত এই সিনেমা। প্রথম দিনেই ছবিটি ২০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছে। আর এ সাফল্যে মুগ্ধ হয়ে এবার প্রশংসা করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

বুধবার নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘সাইয়ারা’ টিমকে শুভেচ্ছা জানিয়ে আমির খান লেখেন, 'অনেক শুভেচ্ছা ‘সাইয়ারা’র পুরো টিমকে। বড়পর্দায় মুক্তির পরই ছবিটি একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে। অহন পান্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করেছেন। মোহিত সুরি তার সেরা কাজটি দিয়েছেন এই ছবিতে। যশরাজ ফিল্মস আবারও একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলো এই ছবি দিয়ে। সবার জন্য অনেক শুভকামনা।'

আরও পড়ুন

ডিএ

Lading . . .