Advertisement

প্রথম সিনেমাতেই বাজিমাত, যে তারকাদের ছাপিয়ে গেলেন আহান

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে আহান পান্ডে বিনোদন জগতে পা রাখলেন। এ স্টারকিডের প্রথম সিনেমা ‘সাইয়ারা’, মুক্তি পেয়েছে । সেই সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে আহান পান্ডের। আর প্রথম সিনেমাতেই একেবারে বাজিমাত করে দিয়েছেন তিনি।

মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা' সিনেমায় আহান পান্ডের সঙ্গে অভিনয় করেছেন অনিত পাড্ডা। মুক্তির প্রথম দিনেই সাইয়ারা ঘরে তুলে নিয়েছে ২০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে আয় গিয়ে দাঁড়িয়েছে ২৪ কোটিতে। অর্থাৎ মাত্র দুদিনেই এ সিনেমার আয় ছাড়িয়ে গেছে ৪৪ কোটি রুপি। আর তাতেই বলিউডের একঝাঁক স্টার কিডকে পেছনে ফেলে দিয়েছেন আহান পান্ডে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন স্টারকিড তারকাকে পেছনে ফেললেন আহান পান্ডে। এ তালিকায় আছেন জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ। তিনি ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। প্রথম দিনের আয় ছিল ৬.৫ কোটি রুপি।

অন্যদিকে সাইফকন্যা সারা আলি খান। অভিনেত্রী ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বড়পর্দায় হাজির হন। প্রথম দিনেই আয় হয় ৫ কোটি রুপি। ২০১৯ সালে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে শুরু করেন। ছবিটি প্রথম দিনেই আয় করেছিল ১২ কোটির বেশি।

সুনীল শেঠির ছেলে আহান শেঠি ‘তড়প’ সিনেমার মাধ্যমে বলিউডে এসেছিলেন ২০২১ সালে। প্রথম দিনের আয় ছিল ৪ কোটির বেশি। জুনায়েদ খান ও খুশি কাপুর—এ দুই স্টার কিডের ‘লাভিয়াপ্পা’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করে মাত্র ১.১৫ কোটি রুপি।

সম্প্রতি ‘আঁখে কি গুস্তাখিয়াঁ’ সিনেমায় আত্মপ্রকাশ করেন শানায়া কাপুর। প্রথম দিনে আয় মাত্র ৩৫ লাখ রুপি।

সব মিলিয়ে বলা যায়, আহান পান্ডে 'সাইয়ারা' সিনেমা দিয়ে শুধু নজরই কাড়েননি, নিজের প্রথম ছবিতেই বক্স অফিসে যে চমক দেখিয়েছেন, তা বলিউডের নতুন প্রজন্মের তারকাদের জন্য এক বড় বার্তা হয়ে থাকল।

আরও পড়ুন

Lading . . .