কারিশমার সন্তানেরা ১৯০০ কোটি নিয়েছে— দাবি সৎ মায়ের আইনজীবীর
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তির ভাগ নিয়ে তৈরি হয়েছে নানা ঝামেলা। বিপুল পরিমাণ এই সম্পত্তি নিয়ে প্রথম স্ত্রী কারিশমা ও দ্বিতীয় স্ত্রী প্রিয়া সাচদেব কাপুরের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
সদ্যই কারিশমার দুই সন্তান তাদের সৎ-মা প্রিয়ার বিরুদ্ধে উত্তরাধিকার জালিয়াতির অভিযোগ এনেছে। অন্যদিকে প্রিয়ার আইনজীবীর দাবি, মামলা করার কয়েক দিন আগেই কারিশমার সন্তানেরা ১৯০০ কোটির সম্পত্তি পেয়েছে।
আরও পড়ুন
বুধবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হয়। সেখানে প্রিয়ার আইনজীবী দাবি করে, কারিশমার সন্তান সামাইরা এবং কিয়ান এর মামলাটি গ্রহণযোগ্য নয়। তারা দুজন মামলা দায়ের করার মাত্র পাঁচ দিন আগেই কাপুর পরিবারের ‘রানি কাপুর ট্রাস্ট’ থেকে ১৯০০ কোটি রুপির সম্পত্তি পেয়েছে।
শুনানির সময় প্রিয়ার আইনজীবী রাজীব নায়ার বলেন, ‘আমি জানি না কতটা যথেষ্ট।’ তার অভিযোগ, ‘মাত্র পাঁচ দিন আগে আপনাদেরকে জানানো হয় যে আপনারা সম্পত্তি পেয়েছেন। আর তারপরেই আপনাদের সুর পাল্টে যায় এবং আপনারা বলেন যে কিছুই পাননি?’
ডিএ
আরও পড়ুন