প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫
-68b07e498a0f6.jpg)
বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার ৩৮ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সুনীতা। এমন খবরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সে খবর ছড়িয়ে পড়তেই মনখারাপ হয় গোবিন্দ-অনুরাগীদের। কিন্তু গণেশ পূজায় একসঙ্গে ধরা দিয়ে আবার অনুরাগীদের মুখে হাসি ফোটালেন তিনি।
সেই সঙ্গে গতকাল বুধবার (২৭ আগস্ট) সব খবর উড়িয়ে দিয়ে হুঁশিয়ারির সুরে সুনীতা আহুজা বলে দিলেন—সাহস থাকলে কেউ আমাদের আলাদা করে দেখাক। কারও ক্ষমতা নেই স্বামীর থেকে তাকে আলাদা করার— গণেশচতুর্থীতে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন গোবিন্দপত্নী।
গোবিন্দ ও সুনীতার বিবাহবিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই মুখ খুলেছিলেন তাদের কন্যা টিনা আহুজাও। তিনি বলেন, এসব খবর সম্পূর্ণ গুজব। এ ধরনের গুঞ্জনে আমি কান দিই না। এমন পরিবারে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের খবরে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ।
বেশ কয়েক দিন আগে খবর ছড়িয়ে পড়ে— বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাদের ৩৮ বছরের দাম্পত্যজীবনের অবসান হতে চলেছে। সে খবরে পানি ঢেলে দিলেন সুনীতা।
গোবিন্দপত্নী বলেন, আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা তো কত ঘনিষ্ঠভাবেই ক্যামেরার সামনে এলাম। আমাদের মধ্যে কিছু হয়ে থাকলে, আমরা কি এভাবে আসতাম?
সুনীতা বলেন, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ওপর থেকে ভগবান এলেও পারবেন না। শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দও শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি— কেউ কিছু বিশ্বাস করবেন না।