প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চলচ্চিত্রের নির্মাণ ব্যয় নিয়ে বিতর্ক বলিউডে নতুন কিছু নয়। বিশেষ করে যখন কোনো বড় বাজেটের সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, তখন এই আলোচনা আরও জোরালো হয়। সিনেমার বাজেটের একটি বড় অংশ তারকাদের পারিশ্রমিক এবং তাদের ব্যক্তিগত খরচের পেছনে ব্যয় হয় বলে অভিযোগ রয়েছে।
রাকেশ রোশন, ফারহা খান এবং সঞ্জয় গুপ্তার মত খ্যাতিমান পরিচালকরা এই প্রবণতার সমালোচনা করেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম অভিনেতা আমির খান।
আরও পড়ুন
সম্প্রতি কোমল নাহাতার সঙ্গে এক আলাপচারিতায় আমির খান বলেন, ‘তারকাদের সম্মান প্রাপ্য কিন্তু তা এমন পর্যায়ে নয় যে তারা প্রযোজকের জন্য সমস্যা তৈরি করেন।’ অভিনেতাদের অপ্রয়োজনীয় খরচ প্রযোজকদের উপর চাপিয়ে দেওয়াকে তিনি অনৈতিক বলে মনে করেন।
আমির বলেন, ‘আমি মনে করি প্রযোজকের শুধু সিনেমার জন্য যেটুকু প্রয়োজন ততটুকুতেই খরচ করা উচিত। এর মধ্যে মেকআপ চুল এবং পোশাক অন্তর্ভুক্ত। কিন্তু আমার ড্রাইভারকে কেন টাকা দেওয়া হবে?’
তিনি আরও বলেন, ‘তারা তো ছবিতে কোনো অংশ নিচ্ছে না। তারা আমার জন্য কাজ করে। যখন আমি ভালো আয় করি তখন তাদের বেতন দেওয়া আমার দায়িত্ব। প্রথম দিন থেকেই আমি বলে আসছি, কোনো প্রযোজক আমার ড্রাইভার বা সহকারীর খরচ দেবেন না। ৩৭ বছর ধরে আমি এই নীতি মেনে চলছি।’
এমআইকে