Advertisement

১৪ বছর আগেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন ক্যাটরিনা

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

সদ্যই সন্তান আগমনের খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় হৃদয় ভরে আছে।

২০২১ সালে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তবে বহু আগেই, প্রায় ১৪ বছর আগে, ক্যাটরিনা জানিয়েছিলেন তিনি বিয়ে করে পরিবার গড়তে চান। সে সময়ই অভিনেত্রী বলেছিলেন, “আমি বিয়ের স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই।”

আরও পড়ুন

গত বছর থেকেই মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। লন্ডনে দীর্ঘদিন অবস্থান, প্রকাশ্যে কম দেখা দেওয়া এবং সাম্প্রতিক কয়েক মাসের ইঙ্গিত— সব মিলিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই গুঞ্জনকেই সত্যি করলেন এই তারকাদম্পতি। শোনা যাচ্ছে, অক্টোবরেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।

বিয়ের পর থেকে অভিনয়জগৎ থেকে খানিকটা দূরে আছেন তিনি। মাঝেমধ্যে বিশেষ অনুষ্ঠান বা তীর্থস্থানে তাকে দেখা গেছে। শেষবার বড়পর্দায় তার অভিনয় দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।

ডিএ

Lading . . .