বাস্তব জীবনে ভিন্ন ইমরান হাশমি, বললেন— ‘আমি এমন কিছু করিনি’
প্রকাশ: ৫ জুলাই, ২০২৫

বলিউড অভিনেতা ইমরান হাসমির পরিচয় ‘কিসিং কিং’ নামে! এই অভিনেতা মানেই পর্দাজুড়ে সাহসী প্রেমের দৃশ্য আর একাধিক কিসিং সিন। কিন্তু বাস্তব জীবন তার একেবারেই ভিন্ন। পর্দার সাহসী এই নায়ক বাস্তব জীবনে সম্পূর্ণ ভিন্ন।
সম্প্রতি এক পডকাস্টে এক সাংবাদিক ইমরানকে জানান, অনেক নারীরা চান ইমরানের মতো স্বামী পেতে। কারণ, বলিউডে বহু অভিনেতার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ থাকলেও ইমরানের নামে কখনো এমন আলোচনা জন্মায়নি।
এই কথায় হেসে ওঠেন ইমরান। সংযতভাবে বলেন, ‘আপনি এরকম কিছু শোনেননি, কারণ আমি কখনও এমন কিছু করিনি। বিষয়টা এতটাও আশ্চর্যের না; আপনি যতটা অবাক হয়েছেন।’
আরও পড়ুন
২০০৬ সালে প্রেমিকা পারভিন সাহানিকে বিয়ে করেন ইমরান। সেই সম্পর্ক এখনও অটুট। এ নিয়ে ইমরান বলেন, ‘পারভিন ছিল আমার পাশে, যখন পকেটে একটাও টাকা ছিল না। ১৮ বছর একসঙ্গে কাটিয়েছি। ও-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।’
ইমরান এও দাবি করেন, বাস্তবে এতটাই লাজুক তিনি যে কোনো নারীকে প্রথম আলাপে কথাও বলতে পারেন না। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া, প্রেমের গসিপ আর গোপন ডেটিং প্রায় রুটিন হয়ে গেছে, সেখানে ইমরানের মতো বোল্ড অভিনেতার কোনো অ্যাফেয়ার কানে আসে না।
ডিএ
আরও পড়ুন