বিমানবন্দরে জাহিরের গায়ে হাত তুললেন সোনাক্ষী, খুনসুটি নাকি বিবাদ?
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

বলিউড সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বরাবরই খুনসুটি ও ভালোবাসায় মেতে ওঠেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গেও শেয়ার করে নেন এ তারকা দম্পতি। জাহির ইকবাল প্রায়শই সোনাক্ষীর সঙ্গে নানান ধরনের দুষ্টুমি করে থাকেন। তবে এবার অভিনেতার একটি কাণ্ড অভিনেত্রীকে ক্ষিপ্ত করে তোলে। সে কারণে গায়ে হাত পর্যন্ত তুলেছেন সোনাক্ষী সিনহা। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ ভাষায় তিরস্কারও করেছেন তাকে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য বিমানবন্দরে। তবে কি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে বছর না ঘুরতেই ভাঙন ধরল? —এমন প্রশ্ন নেটিজেনদের।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোনাক্ষী সিনহা নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেত্রী একটি স্যুটকেসের ওপর এক পা তুলে জুতার ফিতে বাঁধছিলেন। এমন সময় জাহির ইকবাল পেছন থেকে এসে স্যুটকেসে লাথি মারেন।
এতে সোনাক্ষী মেজাজ হারিয়ে জাহিরের গায়ে হাত তোলেন। যদিও পুরো বিষয়টিই নাকি নিছকই মজার ছলেই করেছেন।
তবে ভিডিওতে সোনাক্ষীকে বেশ বিরক্তই দেখা যায়। এমনকি তিনি জাহির ইকবালকে অশ্লীল ভাষায় গালিও দেন বলে ধারণা নেটিজেনদের।
উল্লেখ্য, সাত বছরের প্রেম শেষে গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমে সোনাক্ষীর পরিবার সম্পর্ক মেনে নিতে রাজি না হলেও পরে সব বাধা পেরিয়ে আইনি বিয়ের মাধ্যমে তারা একে অপরের জীবনসঙ্গী হন।