Advertisement

দাঁত না মেজেই শুটে চলে আসেন সহশিল্পী, অস্বস্তিতে পড়েন বিদ্যা বালান

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

ঘনিষ্ঠ দৃশ্য শুট করার আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ, সেটি জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বিদ্যা জানালেন, এক সহ-অভিনেতার কারণে চরম অস্বস্তিতে পড়েন তিনি।

এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘এক ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সহ-অভিনেতা চাইনিজ খেয়ে শুটে এসেছিলেন। দাঁতও মাজেননি। আমি মনে মনে ভাবছিলাম, ‘তার কি কোনো প্রেমিকা নেই?’ আমি তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। তাই তাকে মিন্ট বা কিছু মুখশুদ্ধির কিছু দেওয়ার সাহস পাইনি। খুবই বিব্রত, অস্বস্তিতে পড়েছিলাম।’

আরও পড়ুন

নিজের পরিচ্ছন্নতা বিষয়ে বিদ্যা বালান মনে করেন, স্ক্রিপ্টের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য করতে হলেও শুটিংয়ের আগে ন্যূনতম যত্নশীলতা থাকা দরকার। তবে সব অভিজ্ঞতাই এমন অস্বস্তিকর ছিল না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তিনি জানান, ‘পরিণীতা’ ছবির শুটিংয়ের সময় সঞ্জয় দত্তের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে ঠিক উল্টো অভিজ্ঞতা হয়েছিল তাঁর। বিদ্যার ভাষায়, ‘সঞ্জয় দত্ত নিজেই এসে বলেছিলেন, তিনি বেশ নার্ভাস। কীভাবে দৃশ্যটি করবেন, বুঝে উঠতে পারছেন না। আমি তো অবাক! এত বড় তারকা হয়েও এত বিনয়ী ব্যবহার।’

ডিএ

Lading . . .