Advertisement

কটাক্ষের শিকার আলিয়া

কালবেলা

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। যিনি তার অভিনয় দক্ষতার জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত হলেও সম্প্রতি ভারতের চণ্ডীগড় বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি মাদকবিরোধী প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়ে বেশ বিপাকে পড়েছেন আলিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাদকবিরোধী প্রচারমূলক সেই ভিডিওতে আলিয়া বলেন, ‘হ্যালো বন্ধুরা, আজ আমি একটি খুব গুরুতর বিষয় নিয়ে কথা বলতে চাই, মাদকাসক্তি এবং এটি কীভাবে আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য একটি হুমকি হয়ে উঠছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে সমর্থন করুন। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। নিচে দেওয়া লিংক বা কিউ আর কোড স্ক্যান করে আপনারাও একটি ই-প্রতিজ্ঞা নিতে পারেন এবং এনসিবির সঙ্গে যুক্ত হতে পারেন। জয় হিন্দ।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই নেটিজেনরা আলিয়াকে তীব্র আক্রমণ করেছেন। আলিয়া জনসমক্ষে মাদক নিয়ে বলার আগে নিজে যাদের সঙ্গে মেশেন, তাদের বলেছেন কি না, তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। এমন ট্রোলিংয়ের পর মন্তব্য করার অপশন বন্ধ করে দেওয়া হয়। যদিও এনসিবি চণ্ডীগড়ের অন্যান্য পোস্টে মন্তব্যের অপশন চালু ছিল, এই ভিডিওতে তা বন্ধ করে দেওয়া হয় শুধু ট্রোলিংয়ের কারণে। তবে তাতেও নেটিজেনদের থামানো যায়নি। ‘কোট-টুইট’ অপশনের মাধ্যমে অনেকে আলিয়ার ভিডিওকে ‘বিদ্রূপাত্মক’ এবং ‘মজার’ বলে ব্যঙ্গ করেন।

শেষ পর্যন্ত একটা গঠনমূলক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকলেও আলিয়া ভাটের উপস্থিতি ভিডিওটিকে বিতর্কের মুখে ফেলে দেয়। কারণ, অনেকেই মনে করেন বলিউড এবং মাদক ইস্যু নিয়ে অতীতের বিতর্ক এখনও মানুষের স্মৃতিতে তাজা।

Lading . . .