Advertisement

বলিউড নিয়ে সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্য

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

বলিউড নিয়ে সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্য
বলিউড নিয়ে সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্য

শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি এবং ধ্রুব সারজা। তারা বৃহস্পতিবার (১০ জুলাই) তাদের মুক্তির মিছিলে থাকা কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’র টিজার লঞ্চ করতে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় অকপটে জানিয়েছেন, কেন তিনি বলিউডের চেয়ে বেশি দক্ষিণী সিনেমায় কাজ করছেন। তিনি তার মতামত জানিয়ে বলেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন “প্যাশন”র অভাব রয়েছে’।

সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে টালিউড এবং অন্যান্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে তিনি এখন কী ‘ফিরে পাচ্ছেন’ সেখান থেকে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যে বলিউডে এখন আর সেই ‘প্যাশন’ নেই, সেটাই তিনি এখান থেকে পান।

সঞ্জয় দত্ত আরও বলেন, ‘আমি টলিউডে সেই আবেগটা পাচ্ছি, যেটা বলিউড হারিয়েছে। এবং আমি আশা করি এটি ফিরে আসবে আবারও। আমি যেটা সবথেকে বেশি মিস করি সেটা হল একটা ভালো ছবি বানানোর প্যাশন, আপনি জানেন, এটা সংখ্যার ব্যাপার নয়। তবে বলিউডে এখন সবই সংখ্যার উপর নির্ভর করে। তবে এটা সংখ্যার বিষয় নয়, আবেগের বিষয়।’

মারুথির ‘দ্য রাজা সাব’ সিনেমায় প্রভাসের সঙ্গে কাজ করা নিয়ে অনুষ্ঠানে কথা বলেন সঞ্জয়। তিনি বলেন, ‘প্রভাসের সঙ্গে একটি সিনেমায় কাজ করছি বলেই আমি তেলেগু ভাষা শেখার চেষ্টা করছি। আমি দ্য রাজা সাব নামে একটি সিনেমা করছি। ও আমাকে অনেকটাই শিখিয়ে দেয়, প্রায় গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। প্রভাস দুর্দান্ত মানুষ এবং দুর্দান্ত অভিনেতা।’

বলিউড নিয়ে সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্য

বলিউড নিয়ে সঞ্জয়ের বিস্ফোরক মন্তব্য

সঞ্জয় দত্ত আরও জানান যে তিনি চিরঞ্জীবীকে ‘ভালোবাসেন’, বলেন, ‘আর আমি চিরঞ্জীবী স্যারকে ভালোবাসি। উনি এখানে মুন্না ভাই করেছেন। তার সঙ্গে আমার সুন্দর সম্পর্ক। ঈশ্বর তার মঙ্গল করুন।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, সঞ্জয় নাগার্জুনাকেও ‘ভাইয়ের মতো খুব ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন তিনি এবং রাম পোথিনেনি, যার সাথে তিনি ‘ডাবল আইস্মার্ট’ সিনেমায় ২০২৪ সালে কাজ করেছিলেন, তাকে ‘দুর্দান্ত ছেলে’ বলেও অভিহিত করেছিলেন। অভিনেতা তখন বলেছিলেন যে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে তার অনেক সময় লেগেছিল কারণ কেউ তার কাছে আসেনি। সঞ্জয় বলেন, ‘এখানে কাজ করতে আমার অনেক সময় লেগেছে কারণ আপনারা আমাকে ডাকেননি। আপনি আমাকে ডাকবেন তবেই না আমি আসব।’

‘কেডি- দ্য ডেভিল’ ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে তিনি তেলেগুতে ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দিতে ধুরন্ধর ও বাপ এবং পাঞ্জাবি ভাষায় ‘শেরান দি কৌম পাঞ্জাবি’ সিনেমায় অভিনয় করবেন।

Lading . . .