Advertisement

নতুন জুটিতে বলিউড মাত, ‘সাইয়ারা’ ভাঙছে একের পর এক রেকর্ড

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

বলিউডের সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। গড়ছে নতুন ইতিহাস। যার কারণে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যেও আগ্রহ এখন তুঙ্গে। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা।

ভারতীয় বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে ‘সাইয়ারা’। মঙ্গলবার পর্যন্ত মুভিটি বক্স অফিসে ২৫ কোটি রুপি আয় করে এক দিনের কালেকশনে এ বছরের সব বলিউড সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। এদিনের আয়েই ‘হাউসফুল ৫’, ‘রেইড-২’ ও ‘সিতারা জামিন পার’-এর রেকর্ড ছাড়িয়ে গেছে ‘সাইয়ারা’।

শুধু তাই নয়, মুক্তির পঞ্চম দিনের আয় দিয়ে মুভিটি ইতিহাস গড়েছে। এদিনের ২৫ কোটি রুপির কালেকশন ছাড়িয়ে গেছে আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ-২’-এর রেকর্ড। সোমবারের আয়ের তুলনায় মঙ্গলবারের আয় বেড়েছে ৪ দশমিক ১৭ শতাংশ, যা সপ্তাহের মাঝের দিনে বিরল ঘটনা বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

দিনভিত্তিক বক্স অফিস কালেকশন: প্রথম দিন (শুক্রবার)—২১ দশমিক ৫ কোটি রুপি, দ্বিতীয় দিন (শনিবার)—২৬ কোটি রুপি, তৃতীয় দিন (রবিবার)—৩৫ দশমিক ৭৫ কোটি রুপি, চতুর্থ দিন (সোমবার)—২৪ কোটি রুপি, পঞ্চম দিন (মঙ্গলবার)—২৫ কোটি রুপি। মোট আয় দাঁড়িয়েছে ১৩২ দশমিক ২৫ কোটি রুপি—যেখানে মুভিটির নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৬০ কোটি রুপি।

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রাখলেন আরেক তারকা সন্তান—বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা—যাকে আগে কাজলের ‘সালাম ভেঙ্কি’তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুন

Lading . . .